For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে দেবেন্দ্র-অজিতের শপথ গ্রহণ নিয়ে কী প্রতিক্রিয়া কংগ্রেস নেতাদের?

Google Oneindia Bengali News

মাহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। এতটাই যে সকাল সকাল দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারের শপথ গ্রহণের কথা প্রথমে বিশ্বাস করতে পারেনি কংগ্রেস। অনেক কংগ্রেস নেতারাই এই খবরটিকে মিথ্য়া বলে মনে করেছিলেন। তবে ধাক্কা সামলে সত্যিটা অনুভব করার পরেই প্রতিক্রিয়া দেন বেশ কয়েকজন কংগ্রেস নেতা। তাদের মধ্যে অন্যতম রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অভিষেক মনু সিংভি।

অভিষেক মনু সিংভির টুইট

মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণের পর কংগ্রেসের তরফে প্রথম টুইটটি করেন অভিষেক মনু সিংভি। টুইট বার্তায় তিনি লেখেন, "অবিশ্বাশ্য। মাহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে যা পড়লাম তা বিশ্বাস হচ্ছে না। প্রথমে ভাবলাম এটা ফেক নিউজ। ব্যক্তিগতভাবে আমার মনে হয় সরকার গঠন নিয়ে আমাদের ত্রিপাক্ষিক বোঝাপড়া তিন দিনের বেশি চলা উচিত হয়নি। তবে আমাদের আলোচনা পর্যায় অনেক বেশি দিন পর্যন্ত চলে। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে যারা চট জলদি সিদ্ধান্ত নিতে পেরেছে তারা সরকার গঠন করেছে। পাওয়ারজী তুস্সি গ্রেট হো। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে তা আশ্চর্যজনক।"

মিলিন্দ দেওরার টুইট

অভিষেক সিংভি ছাড়াও এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান মুম্বই কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরা। টুইট বার্তায় বিখ্যাত হলিউড মুভি গডফাদারের ছবি পোস্ট করে তিনি লেখেন, "নিজের বন্ধুদের কাছে রাখো। তবে শত্রুদের আরও কাছে রাখো।"

কংগ্রেসকে অবাক করে দিয়ে সরকার গঠন বিজেপির

কংগ্রেসকে অবাক করে দিয়ে সরকার গঠন বিজেপির

মহারাষ্ট্রের সরকার কারা গঠন করছে সেদিকে গত এক সপ্তাহে নজর ছিল সবার। তবে গতকাল অর্থাৎ, শুক্রবার পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়েছিল তাতে সকলেই নিশ্চিত ছিলেন যে সে রাজ্যে এবার সরকার গড়তে চলেছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। শুক্রবার তিনদলের একসঙ্গে এক বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েও দেওয়া হয় যে মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন উদ্ধব ঠাকরে, শিবসেনা প্রধানকে ওই পদে বসানোর ব্যাপারে সব দলই সহমত হয়েছে বলে জানায় তাঁরা। কিন্তু তারপরেই একরাতের মধ্যে রাজনীতির সব খেলা ঘুরিয়ে দিল বিজেপি। শনিবার এনসিপির সঙ্গে জোট বেঁধে সে রাজ্যে সরকার গড়ল গেরুয়া দল।

English summary
congress leaders reactions on devendra fadnavis taking oath as maharashtra cm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X