For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-র বিরুদ্ধে চরম অভিযোগ আনল কংগ্রেস, নির্বাচনের আগে উত্তপ্ত কর্ণাটকের রাজনীতি

সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস-বিজেপি যুযুধান দু'পক্ষের তরজা চরমে। এই গরমে কর্ণাটকের তাপমাত্রা ২৫ থেকে ৩০ সেন্টিগ্রেডে ঘোরাফেরা করলেও, রাজনৈতিক তাপমাত্রার পারদ ক্রমেই চড়েছে সে

  • |
Google Oneindia Bengali News

সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস-বিজেপি যুযুধান দু'পক্ষের তরজা চরমে। এই গরমে কর্ণাটকের তাপমাত্রা ২৫ থেকে ৩০ সেন্টিগ্রেডে ঘোরাফেরা করলেও, রাজনৈতিক তাপমাত্রার পারদ ক্রমেই চড়েছে সেখানে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি অভিযোগ তোলেন যে কংগ্রেস নেতাদের ফোনে আড়ি পাতছে বিজেপি। আর এই নিয়ে উত্তপ্ত কর্ণাটকের রাজনৈতিক পরিবেশ।

বিজেপি-র বিরুদ্ধে চরম অভিযোগ আনল কংগ্রেস, নির্বাচনের আগে উত্তপ্ত কর্ণাটকের রাজনীতি

আগামী ১২ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। কংগ্রেসের একমাত্র শক্তঘাঁটি কর্ণাটকে কামড় বসাতে তৎপর বিজেপি। এরমধ্যে বিজেপি-র বিরুদ্ধে এই ধরণের অভিযোগে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেসের দাবি ফোন ট্যাপিং-এর নেপথ্যে রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের ষড়যন্ত্র। কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডির দাবি দিনে ১৮ ঘণ্টা ধরে চলছে ফোনে আড়িপাতার কাজ। অভিযোগ, বিজেপির গুজরাত , জয়পুর, জিল্লির বিভিন্ন কর্মীদের দিয়ে এই কাজ করানো হচ্ছে। এছাড়াও কর্ণাটকের বেশ কয়েকটি সংস্থা এর সঙ্গে যুক্ত। কন্নড় কংগ্রেস নেতা মন্ত্রীদের ফোনে আড়ি পেতে সেখান থেকে আলোচনা ইংরাজি ও হিন্দিতে অনুবাদ করে তা বিজেপি-র নেতৃত্বের কাছে পরিবেশন করা হচ্ছে বলেও দাবি কংগ্রেস নেতৃত্বের।

বিষয়টি নিয়ে তীব্র ক্ষুব্ধ বিজেপি। বিজেপি-র দাবি, এই ধরণের কোনও ঘটনা ঘটছে না। এগুলি শুধুমাত্র বিজেপি-র ভাবমূর্তী নষ্ট করার চেষ্টা। উল্লেখ্য, এখনও পর্যন্ত সমীক্ষার হিসাবে কর্ণাটকে বিজেপি-র থেকে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। দাক্ষিণাত্যে কংগ্রেসের শক্তঘাঁটি কর্ণাটক নির্বাচনের সপ্তাহ খানেক আগে এই ঘটনা ঘিরে রাতিমত জমে উঠেছে কন্নড় রাজনীতিতে ভোটের লড়াই।

English summary
Congress leaders phones being tapped, says Karnataka home minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X