For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র কংগ্রেসে ধাক্কা! প্রচার থেকে সরিয়ে প্রভাবশালী নেতা দিলেন দলত্যাগের হুঁশিয়ারি

২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে ধাক্কা কংগ্রেসে। বিশিষ্ট কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি মহারাষ্ট্র নির্বাচনের প্রচারে অংশ নেবেন না।

  • |
Google Oneindia Bengali News

২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে ধাক্কা কংগ্রেসে। বিশিষ্ট কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি মহারাষ্ট্র নির্বাচনের প্রচারে অংশ নেবেন না। টুইট করে তিনি বলেছেন, দলই তার সার্ভিস আর নিতে চায় না। দল ছাড়ার সিদ্ধান্ত থেকে একটু দূরে দাঁড়িয়ে তিনি বলেছেন, পরিস্থিতি যদি বাধ্য করে সেদিন আর বেশি দূরে নেই।

মহারাষ্ট্র কংগ্রেসে ধাক্কা! প্রচার থেকে সরিয়ে প্রভাবশালী নেতা দিলেন দলত্যাগের হুঁশিয়ারি

মুম্বই প্রদেশ কংগ্রেসের প্রধান পদ থেকে এবছরের শুরুর দিকে সরিয়ে দেওয়া হয়েছিল সঞ্জয় নিরুপমকে। তাঁর স্থলাভিষিক্ত করা হয় মিলিন্দ দেওরাকে দিয়ে।

বৃহস্পতিবার দলের বিরুদ্ধে ক্ষোভকে তিনি প্রকাশ্যে নিয়ে আসেন। ২১ অক্টোবরের নির্বাচনে প্রার্থী নিয়ে সুপারিশ অগ্রাহ্য করার অভিযোগও তিনি করেছেন।

সঞ্জয় নিরুপম বলেছেন, মনে হচ্ছে কংগ্রেস দল তাঁর সেবা আর নিতে চায় না। বিধানসভা নির্বাচনে মুম্বইয়ের জন্য তিনি একটিমাত্র নাম সুপারিশ করেছিলেন। কিন্তু সেই নামটিও বাতিল করে দেওয়া হয়েছে। তিনি আগেই জানিয়েছিলেন যে প্রচারে তিনি অংশ নিতে চান না। তবে এটাই তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছেন।

তিনি বলেছেন, দলকে বাই বাই জানানোর সময় এখনও আসেনি বলেই মনে করছেন তিনি। কিন্তু যেভাবে দলের নেতৃত্ব ব্যবহার করছেন, তাতে তা দূরে নয় বলেও মন্তব্য করেছেন ওই নেতা।
এর আগে মুম্বইয়ের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা এবং পূজা দত্তের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন সঞ্জয় নিরুপম। গত মাসে দলের অন্তর্দ্বন্দ্ব সামনে আসে, যখন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া উর্মিলা মাতন্ডকর তাকে কায়েমি স্বার্থে দলে ব্যবহারের অভিযোগ করে পদত্যাগ করেছিলেন।

English summary
Congress leader Sanjay Nirupam declares, he will stay away from campaign for Maharashtra election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X