For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালের মামলা খারিজ হলেও তদন্তের জন্য দরজা খোলা, দাবি রাহুল গান্ধীর!

রাফাল নিয়ে বিরোধিদের আনা তদন্তের দাবির রিভিউ পিটিশনও খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তবে এরই মাঝে সুপ্রিম রায়ে তদন্তের জন্য 'খোলা বড় দরজা' দেখতে পেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

রাফাল নিয়ে বিরোধিদের আনা তদন্তের দাবির রিভিউ পিটিশনও খারিজ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তবে এরই মাঝে সুপ্রিম রায়ে তদন্তের জন্য 'খোলা বড় দরজা' দেখতে পেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আজ রায়দানের পরে এই নিয়ে একটি টুইট করেন রাহুল গান্ধী। সেখানেই তাঁর যুক্তি তুলে ধরেন তিনি।

রাহুল গান্ধীর টুইট বার্তা

টুইট বার্তায় রাহুল লেখেন, "সুপ্রিম কোর্টের বিচারপতি জোসেফ রাফাল ঘওটালার তদন্তের জন্য এক বিশাল বড় দরজা খুলে দিয়েছেন। এখন এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সংসদের যৌথ কক্ষের একটি কমিটি গড়ে এই ঘওটালার তদন্ত হওয়া উচিত।" টুইটে এই মন্তব্য করার পাশাপাশি বিচারপতির রায়ের কপির ছবিও পোস্ট করেন রাহুল গান্ধী।

জোসেফের রায়ে আশার আলো দেখলেন রাহুল

জোসেফের রায়ে আশার আলো দেখলেন রাহুল

যদিও সর্বসম্মতিক্রমেই তিন বিচারপতির বেঞ্চ রাফাল বিষয়ক তদন্তের দাবির মামলাকে খারিজ করে দেয়। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, কেএম জোসেফ ছাড়াও বেঞ্চে ছিলেন এসকে কউল। অবশ্য নিজের রায়তে বিচারপতি জোসেফ তদন্তের পক্ষে লেখেন, "পিটিশনারদের দায়ের করা মামলা খারিজ হলেও এই বিষয়ে এফআইআর করা যেতে পারে।"

মামলা খারিজ করে দেয় আদালত

মামলা খারিজ করে দেয় আদালত

আজ প্রধান বিচারপতি জানিয়ে দেন যে রাফাল চুক্তিতে সিবিআই তদন্তের দাবি খারিজ করছে আদালত। এব্যাপারে ২০১৮-র সুপ্রিম কোর্টের রায় বহাল রাখা হয়েছে। এই রায়ের ফলে রাফালে নিয়ে মোদী সরকার ফের একবার ক্লিনচিট পেয়ে গেল।

এর আগেও মামলা খারিজ করেছিল শীর্ষ আদালত

এর আগেও মামলা খারিজ করেছিল শীর্ষ আদালত

২০১৮-র ১৪ ডিসেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট কার্যত ক্লিনচিট দিয়েছিল মোদী সরকারকে। ফ্রান্স থেকে ৩৬ টি রাফালে কেনা নিয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। তবে ১৪ নভেম্বরের রায়ে ফের একবার মোদী সরকারকে ক্লিনচিট দেওয়া হল। ১০ মে-তে শুনানি শেষ হওয়ার পর তাদের সিদ্ধান্ত রিজার্ভে রেখেছিল সুপ্রিম কোর্ট।

English summary
congress leader rahul gandhi still sees scope of probe in rafale case in spite of sc verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X