For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভারতের উন্নতির প্রধান বাধা পরিবারবাদ ও দুর্নীতি’, প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কী বললেন রাহুল গান্ধী

‘ভারতের উন্নতির প্রধান বাধা পরিবারবাদ ও দুর্নীতি’, প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে কী বললেন রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

সমালোচনা করে বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বলেন, ভারতের জন্য সব থেকে বড় দুটি চ্যালেঞ্জ হল দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং পরিবারবাদ। তবে এই বিষয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের কাছে মন্তব্য করতে অস্বীকার করেছেন। সরাসরি তিনি বলেন, 'এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'

পরিবারবাদ ভারতের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ

পরিবারবাদ ভারতের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ

নবমবারের জন্য লালকেল্লার প্রাচীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তাঁর বক্তব্যে উঠে আসে পরিবাদ ও স্বজনপ্রীতি। তিনি ভারতের মাটি থেকে পরিবাদ ও স্বজনপ্রীতি দূর করতে সাধারণ মানুষকে সাহায্য করার আবেদন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের অগ্রগতির একমাত্র ভিত্তি হবে প্রতিভা। ভারতের প্রতিটি ইনস্টিটিউটকে এই বিষয়ে সতর্ক হতে হবে। তিনি বলেন, 'আসুন আমরা মন থেকে পরিবাদ ও স্বজনপ্রীতিকে দূরে সরাই। দেশের যোগ্য নাগরিকদের সুযোগ দিই।'

দুর্নীতি ভারতের অগ্রগতির পথে বাধা

দুর্নীতি ভারতের অগ্রগতির পথে বাধা

লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেশের দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, 'দুর্নীতি ও ভারতের রাজবংশের রাজনীতি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ পর্যন্ত না দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার মানসিকতা আসবে, আমরা বিশ্বের বুকে শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারব না। আমাদের সকলকে এই দুর্নীতির বিরুদ্ধে একত্রে লড়াই করতে হবে।' প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সমাজে দুর্নীতির কোনও জায়গা নেই। যাঁরা দুর্নীতির হয়ে সাফাই গাইছেন, তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও মজবুত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণের মানুষের মনে ক্ষোভের সঞ্চারের প্রয়োজন। দুর্নীতিবাজদের প্রতি কোনও দয়া দেখালে চলবে না।'

দুর্নীতির ভিতটাকে নাড়িয়ে দিতে হবে

দুর্নীতির ভিতটাকে নাড়িয়ে দিতে হবে

দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'একদিকে যেমন দেশের মানুষের একাংশের মাথার ওপর ছাদ পর্যন্ত নেই। নিজেদের থাকার বাসস্থানটুকু নেই, অন্যদিকে, দুর্নীতিবাজরা নিজেদের সম্পত্তি রাখার জায়গা পাচ্ছেন না। ভারতে দুর্নীতির ভিতটাকে ধ্বংস করে দিতে হবে। তবেই দেশের সার্বিকভাবে উন্নয়ন সম্ভব।' তিনি বলেন, 'আমি ১৩০ কোটি ভারতবাসীর কাছে আবেদন করছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আপনারা আমাকে সাহায্য করুন।' তিনি বলেন, কিছু মানুষ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে কাটিয়েছেন। তাঁদের অনেকে মহিমান্বিত করার চেষ্টা করা হচ্ছে।

English summary
Congress leader Rahul Gandhi on PM Modi big challenge corruption and nepotism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X