For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু ধর্ম ও হিন্দুত্বের তফাত করলেন রাহুল! মতাদর্শের প্রচার নিয়ে দলের অতীতকে নিশানা

হিন্দু ধর্ম (Hindu) ও হিন্দুত্বের (Hindutva) মধ্যে তফাত খুঁজলেন প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সর্বভারতীয় কংগ্রেস কমিটির এক অনুষ্ঠানে রাহুল প্রশ্ন করেন, কেন বলা হচ্ছে, হিন্দুত্ব ও হিন্দ

  • |
Google Oneindia Bengali News

হিন্দু ধর্ম (Hindu) ও হিন্দুত্বের (Hindutva) মধ্যে তফাত খুঁজলেন প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সর্বভারতীয় কংগ্রেস কমিটির এক অনুষ্ঠানে রাহুল প্রশ্ন করেন, কেন বলা হচ্ছে, হিন্দুত্ব ও হিন্দু ধর্মের মধ্যে তফাত রয়েছে। এরপরেই তিনি উত্তর দিয়ে বলেন, যদি কেউ হিন্দু হন, তাহলে কেন তাঁর হিন্দুত্বের প্রয়োজন। কেন এর দরকার প্রয়োজন প্রশ্ন করেন তিনি।

হিন্দু ধর্ম ও হিন্দুত্বের তফাত

হিন্দু ধর্ম ও হিন্দুত্বের তফাত

রাহুল গান্ধী বলেন, হিন্দু ধর্মে কি শিখ কিংবা মুসলিমদের মারধরের শিক্ষা দেওয়া হয়? কিন্তু হিন্দুত্বে দেওয়া হয়। তিনি বলেছেন, উপনিষদ পড়েছেন, সেখানে কোথাও মারধরের কথা লেখা নেই। তিনি বলেন, যদি দুটো একই হবে, তাহলে এক নাম নয় কেন? রাহুল গান্ধী দাবি করেন হিন্দু ধর্ম আর হিন্দুত্ব সম্পূর্ণ আলাদা।

কংগ্রেসের আদর্শ সুন্দর রত্নের মতো

কংগ্রেসের আদর্শ সুন্দর রত্নের মতো

ওয়ার্ধায় হওয়া এআইসিসির অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেসের আদর্শ হল সুন্দর রত্নের মতো। এর ভিতরে সীমানহীন শক্তি রয়েছে। কিন্তু এই মুহূর্তে একটিকে আবৃত করে রয়েছে বিজেপি, যারা সারা দেশে ঘৃণা ছড়াচ্ছে। তিনি বলেন, কংগ্রেসের আদর্শ হল জীবিত ও প্রাণবন্ত, যা বিজেপির মতবাদকে ঢেকে ফেলার মতো। রাহুল গান্ধী বলেছেন, বিজেপি কংগ্রেসের প্রেমময়, স্নেহপূর্ণ এবং জাতীয়তাবাদী আদর্শকে ঢেকে দিয়েছে। সংবাদ মাধ্যম এবং দেশকে দখলের ফলেই তা ঢেকে গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। রাহুল বলেছেন, এটা হয়েছে কারণ তাঁরা নিজেদের আদর্শকে জনগণের মধ্যে আক্রমণাত্মকভাবে প্রচার করেননি।

 মতাদর্শকে শক্তিশালী করার সময়

মতাদর্শকে শক্তিশালী করার সময়

রাহুল গান্ধী বলেছেন, সময় এসেছে কংগ্রেসের মতাদর্শকে শক্তিশালী করার। পাশাপাশি এই আদর্শকে সারা ভারতে দলের কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেছেন, দল অতীতে মতাদর্শের কথা ঠিকভাবে প্রচার করেনি। রাহুল গান্ধী সব কংগ্রেস সদস্যদের আদর্শগত প্রশিক্ষণ এবং এর গুরুত্বের ওপরে জোর দিয়েছেন। রাহুল গান্ধী বলেছেন, দলের মতাদর্শের প্রচারের উপায় হল, কংগ্রেসের কোনও সদস্য এবং আরএসএস-এর কোনও সদস্যের মধ্যে তফাতকে তুলে ধরা। পাশাপাশি দলের কর্মীদের মতাদর্শগত প্রচার বাধ্যতামূলক করার কথাও বলেছেন। তিনি আরও বলেছেন, দলের আদর্শতেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে। এৎ মধ্যে রয়েছে ৩৭০ ধারা, সন্ত্রাসবাদ, জাতীয়তাবাদ, সবই।

বিজেপির নিশানায় রাহুল

বিজেপির নিশানায় রাহুল

এদিকে রাহুল গান্ধীর মন্তব্যের পরেই বিজেপিও তাঁকে নিশানা করেছেন। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, এটা খুবই খুঃখের যে কংগ্রেস হিন্দুত্বকে আক্রমণ করছে। তিনি বলেছেন, কংগ্রেস নেতা সলমন খুরশিদ বোকো হারাম এবং আইসিসের সঙ্গে তুলনা করেছেন হিন্দু ধর্মের। শশী তারুর, হিন্দু তালিবান বলেছেন। দিগ্বিজয় সিং, মনিশঙ্কর আয়ারের মতো নেতারা হিন্দু ধর্মকে আক্রমণ করতে গিয়ে গেরুয়া সন্ত্রাসবাদীর কথা বলেছেন। এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। দলের নেতা রাহুল গান্ধী, হিন্দু ধর্মের বিরুদ্ধে শিক্ষা দিচ্ছেন দলের নেতাদের।

বিজেপির উত্তর প্রদেশ জয়ই দরজা খুলবে ২০২৪-এর! কর্মীদের কাছে প্রচারে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহবিজেপির উত্তর প্রদেশ জয়ই দরজা খুলবে ২০২৪-এর! কর্মীদের কাছে প্রচারে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

English summary
As Congress not propagated its ideas adequately in the past, Rahul Gandhi makes differences between Hinduism and Hindutva.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X