For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনার ক্ষমতায়নে নজর নেই, অযথা সময় নষ্ট করছে কেন্দ্র! সংসদীয় কমিটি ছেড়ে তোপ রাহুলের

সেনার ক্ষমতায়নে নজর নেই, অযথা সময় নষ্ট করছে কেন্দ্র! সংসদীয় কমিটি ছেড়ে তোপ রাহুলের

  • |
Google Oneindia Bengali News

কৃষি আইনের পর এবার ভারতীয় সেনার সমরসজ্জা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকী বুধবার এই সম্পর্কিত আলোচনা চলার সময় মত পার্থক্যের জেরে সংসদীয় কমিটির সভা ছেড়ে চলেও যান রাহুল। রাহুলের পাশাপাশি আরও দুই কংগ্রেস নেতা রাজীব সাতভ ও রেভান্থ রেড্ডিও সংসদীয় কমিটি ছেড়ে বেরিয়ে যান বলে খবর।

সেনার ক্ষমতায়নে নজর নেই, অযথা সময় নষ্ট করছে কেন্দ্র! সংসদীয় কমিটি ছেড়ে তোপ রাহুলের

প্রসঙ্গত উল্লেখ্য, চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহেই ভারতীয় সেনার সমরসজ্জা নিয়ে আলোচনায় বসেছিল সংসদীয় কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা চিফ অফ ডিফেন্স স্টাফ বিপীন রাওয়াতও। রাহুলের অভিযোগ, সেনার সমরসজ্জা নিয়ে আলোচনা বাদ দিয়ে গোটা বৈঠকেই সেনার পোশাক নিয়েই অহেতুক কথাবার্তা চালিয়ে যান সংসদীয় কমিটির অন্যান্য সদস্যরা। এমনকী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়ভার সেনার বরিষ্ঠ কর্মকর্তাদেক উপর ছেড়ে দেওয়ার পক্ষেও সওয়াল করেন রাহুল।

কিন্তু রাহুলের কথায় কেউই কর্ণপাত করেননি। এমনকী প্যানেলের চেয়ারম্যান বিজেপি সাংসদ জুয়াল ওরামও রাহুলকে কথা বলতে দেননি বলে খবর। এদিকে বৈঠকের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর অবস্থান ও তাদের প্রয়োজনীয়তা নিয়ে ক্রমাগত সওয়াল করে যাচ্ছিলেন রাহুল। অথচ সিংহভাগ সদস্যই মূল বিষয়ে দৃষ্টি নিক্ষেপের পদলে ভিন্ন প্রসঙ্গের অবতারণা করতে থাকেন। তাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন সোনিয়াপুত্র। সভা থেকে বেরিয়েই রাহুল সাফ বক্তব্য, “ লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দাঁড়িয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে ভারতীয় সেনা। তাই এই মুহূর্তে দেশের নিরাপত্তা নিয়ে আলোচনাই রাজনৈতিক নেতাদের মূল অভিষ্ট হওয়া উচিত। কিন্তু এখানে অন্য কিছুই চলছিল।”

টিম পিকে টোপ দিচ্ছেন বিজেপি নেতাদের, মমতার দল ভাঙানোর অভিযোগের পাল্টা চাপ দিলীপেরটিম পিকে টোপ দিচ্ছেন বিজেপি নেতাদের, মমতার দল ভাঙানোর অভিযোগের পাল্টা চাপ দিলীপের

English summary
congress leader rahul gandhi leaves parliamentary committee during indian army armor talks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X