For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্দিষ্ট কৌশলের অভাব, করোনা রুখতে ব্যর্থ মোদী সরকার! ফের আক্রমণে রাহুল

নির্দিষ্ট কৌশলের অভাব, করোনা রুখতে ব্যর্থ মোদী সরকার! ফের আক্রমণে রাহুল

  • |
Google Oneindia Bengali News

গত বছর লকডাউন শুরুর পর থেকেই করোনা মোকাবিলার কৌশল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে এবছরও মার্চের শেষ থেকে ফের গোটা দেশে জাঁকিয়ে বসেছে মারণ করোনা। এমনকী বর্তমানে গোটা দেশে দৈনিক সংক্রমণ ২ লক্ষের গণ্ডিও পার করে যাচ্ছে। এই পরিস্থিতির জন্য ফের কেন্দ্রের অদূরদর্শিতাকেই কাঠগড়ায় তুললেন রাহুল।

করোনা রুখতে ব্যর্থ মোদী সরকার

করোনা রুখতে ব্যর্থ মোদী সরকার

করোনা রুখতে মোদী সরকারের কাছে আদপে নির্দিষ্ট কোনও কৌশলই নেই বলে এদিন তোপ দাগেন রাহুল। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাস থেকেই একাধিক রাজ্যে শুরু হয় যায় টিকা সঙ্কট। এমনকী বর্তমানে একাধিক রাজ্যে শয্যা সঙ্কটের পাশাপাশি করোনা হাসাপাতলগুলিতে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতিও বাড়াচ্ছে উদ্বেগ। শনিবার তা নিয়েও মোদী সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাহুল।

 কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণে রাহুল

কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণে রাহুল

এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকেই কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল বলেন, " করোনা রুখতে সরকারের কাছে নির্দিষ্ট কোনও কৌশল নেই। জানা নেই টিকাকরণের সঠিক রাস্তা। সঙ্গে অক্সিজেনের সঙ্কট ঠেকাতেও ব্যর্থ সরকার।" এদিকে রাহুলের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোরদার আলোচনা শুরু হয়েচে রাজনৈতিক মহলে। যদিও রাহুলের এই মন্তব্যের পর এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মোদী সরকারকে আক্রমণে সোনিয়া

মোদী সরকারকে আক্রমণে সোনিয়া

এদিকে রাহুল ছাড়াও এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিল হাত শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন দিগ্বিজয় সিং এবং প্রমোদ তিওয়ারির মতো নেতারা। তাঁর রাহুলের সুরে সুর মিলিয়ে এদিন কেন্দ্রের করোনা মোকাবিলার তীব্র সমালোচনা করেন। অন্যদিকে এদিনের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও।

 বৈঠকে উপস্থিত চিলেন আর কোন কোন কংগ্রেস নেতা ?

বৈঠকে উপস্থিত চিলেন আর কোন কোন কংগ্রেস নেতা ?

রাহুল, সোনিয়া ছাড়াও এদিনের বৈঠকে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এক অ্যান্টনি, গোলাম নবী আজাদ, পি চিদাম্বরম, আনন্দ শর্মা, এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ৩৮ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজারের বেশি মানুষ।

শেষ বেলায় বিজেপি প্রার্থীর উপর হামলা, রাজু বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল কমিশনশেষ বেলায় বিজেপি প্রার্থীর উপর হামলা, রাজু বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়াল কমিশন

English summary
Lack of specific strategy, Modi government failed to stop Corona! Rahul attacked again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X