For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অগ্নিপথ' যুবক ও সেনাবাহিনীকে ধ্বংস করবে! 'ভুয়ো জাতীয়তাবাদী'দের নিশানা করে প্রতিবাদকারীদের পাশে প্রিয়াঙ্কা

'অগ্নিপথ' যুবক ও সেনাবাহিনীকে ধ্বংস করবে! 'ভুয়ো জাতীয়তাবাদী'দের নিশানা করে প্রতিবাদকারীদের পাশে প্রিয়ঙ্কা

Google Oneindia Bengali News

কংগ্রেস আগেই অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) বিরোধিতা করেছিল। সোনিয়া গান্ধী (Sonia Gandho) শান্তিপূর্ণ আন্দোলনকারীদের (Protesters) পাশে থাকার কথা জানিয়েছিলেন। এবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) আন্দোলনরত তরুণদের কাছে ভুয়ো
জাতীয়তাবাদীদের চিনতে আহ্বান করলেন। আন্দোলনকারী যুবকদের কাছে শান্তিপূর্ণ প্রতিবাদেরও আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, এমন একটি সরকার আনতে হবে, যা জাতির জন্য ভাল।

যন্তরমন্তরে প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে প্রিয়াঙ্কা

কংগ্রেসের তরফে জয়রাম রমেশ, রাজীব শুক্লা, সচিন পাইলট, সলমন খুরশিদ, অলকা লম্বা, উত্তমকুমার রেড্ডি, দীপেন্দর হুডা-সহ অন্যরা যন্তরমন্তরে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সত্যাগ্রহে বসেছেন। সেখানেই এদিন গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের সাধারণ সম্পাদক নেত্রী যন্তরমন্তরে প্রতিবাদকারী
যুবকদের সঙ্গে থাকার কথাও জানান। এদিন যন্ত্ররমন্তরের বিক্ষোভস্থালে ব্যাপক সংখ্যায় পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল।

ভুয়ো জাতীয়তাবাদীদের চিনুন

প্রিয়ঙ্কা গান্ধী অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলনকারীদের বড় দেশপ্রেমিক বলে বর্ণনা করেন। তিনি বলেন, চোখ খুলে ভুয়ো জাতীয়তাবাদী এবং নকল দেশপ্রেমিকদের চিহ্নিত করুন। পুরো দেশ এবং কংগ্রেস আন্দোলনকারীদের
পাশে আছে বলেও জানান তিনি। আন্দোলন না থামিয়ে শান্তিপূর্ণ উপায়ে তা চালিয়ে যেতে বলে প্রিয়ঙ্কা।

সেনাবাহিনীকে ধ্বংস করবে

সেনাবাহিনীকে ধ্বংস করবে

প্রিয়ঙ্ক গান্ধী বলেন, প্রকল্পটি যুব সমাজকে ধ্বংস করবে এবং সেনাবাহিনীকেও ধ্বংস করবে। গণতান্ত্রিক পথে, সত্য ও অহিংসার পথে হেঁটে সরকারের পতন ঘটাতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশে এমন একটি সরকার নিশ্চিত করা উচিত যেখানে প্রকৃত দেশপ্রেম থাকবে এবং দেশের সম্পদও রক্ষা করবে। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার দরিদ্র এবং যুবকদের জন্য নয়, বড় শিল্পপতিদের জন্য কাজ করছে।

অগ্নিপথ প্রকল্প

অগ্নিপথ প্রকল্প

গত মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পে কথা ঘোষণা করেন। সেখানে বলা হয়, ১৭.৫ থেকে ২১ বছর বয়সী যুবকদের ৪ বছরের জন্য সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এঁদেরকে অগ্নিবীর বলা হবে।
এঁদের মঘ্যে থেকে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে আরও ১৫ বছরের জন্য নিযুক্ত করা হবে। দেশব্যাপী আন্দোলনের তীব্রতা বাড়তে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, সিএপিএফ এবং অসম রাইফেলসের নিয়োগে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্য। এদিন স্থান, নৌ এবং বায়ু সেনা প্রধানরা এই প্রকল্পের সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানিয়েছেন। পাশাপাশি সতর্ক করে বলেছেন, সেনাবাহিনীতে আন্দোলন কিংবা হিংসার কোনও জায়গা নেই। পুলিশ রিপোর্ট না দিলে কাউকেই নিয়োগ করা হবে না। এর মাধ্যমে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে হিংসার আশ্রয় নেওয়া আন্দোলনকারীদেরও সতর্ক করা হয়।

বিদ্রোহের মাঝেই বহিষ্কার, অনুব্রত-গড়ের বিজেপি নেতাকে সাসপেন্ড করল শৃঙ্খলারক্ষা কমিটিবিদ্রোহের মাঝেই বহিষ্কার, অনুব্রত-গড়ের বিজেপি নেতাকে সাসপেন্ড করল শৃঙ্খলারক্ষা কমিটি

English summary
Congress leader Priyanka Gandhi targets BJP as fake nationalists and supports Agnipath protesters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X