For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের মুখে কংগ্রেসকে মোক্ষম ধাক্কা বিজেপির, মোদীর দলে এআইসিসি নেতা

রাহুল গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সুধাকর রেড্ডি। ওইদিনই রাতে তিনি নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের মুখে জোর ধাক্কা খেল কংগ্রেস। এআইসিসি-র প্রাক্তন সচিব পি সুধাকর রেড্ডি দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। রবিবার তিনি রাহুল গান্ধীকে চিঠি লিখে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। ওইদিনই রাতে তিনি নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

অমিত শাহের হাতে ধরে বিজেপিতে

মোদীকে চিঠি লেখার পরক্ষণেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরে যোগ দেন পদ্মশিবিরে। অমিত শাহ তাঁকে স্বাগত জানান বিজেপিতে। সুধাকর রেড্ডি চিঠি লিখে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করার জানিয়েছিলেন। তাঁর সেই ইচ্ছাকে স্বাগত জানিয়েই গেরুয়া শিবিরে বরণ করে নেওয়া হয়।

বিজেপিতে যোগ দিয়ে বার্তা কংগ্রেসকে

বিজেপিতে যোগ দিয়ে তিনি শুধু কংগ্রেসকেই বার্তা দিলেন না, লোকসভা ভোটের আগে মোদীর নেতৃত্বের প্রশংসা করে রাহুল গান্ধীর নেতৃত্বকেও অবজ্ঞা করলেন। বিজেপি পতাকা হাতে নিয়ে তিনি বলেন, আজ বিজেপিতে যোগ দিলাম। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হায়দরাবাদে মহামিছিলে অংশ নেব।

মোদীকে চিঠিতে আবেদন

কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পরপরই বর্ষীয়ান নেতা সুধাকর রেড্ডি চিঠি লিখেছিলেন। তিনি লেখেন, আমি কংগ্রেস ছেড়েছি। আপনার নেতৃত্বে কাজ করতে চাই। আমি নিজেকে কৃতজ্ঞ মনে করবে আপনার মতো নেতার অধীনে কজন কর্মী হিসেবে কাজ করতে। এরপরই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

৪০ বছরের সম্পর্ক ছেদ

তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর বলেন, আমি ৪০ বছর ধরে কংগ্রেস করছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নানা সমস্যার মধ্যে পড়েছি। তবু কংগ্রেস ছাড়ার কথা ভাবিনি। তারপর আমরা তেলেঙ্গানায় বিশ্রি ভাবে হারলাম। হারলাম রাজ্য নেতৃত্বের অভাবে। তেলেঙ্গানা রাজ্য নেতৃত্বের অদীনে আর কাজ করতে চাই না।

মোদী শক্তিশালী নেতা

বিজেপিতে যোগদান করে মোদীকে শক্তিশালী নেতা বলে বর্ণনা করেন সুধাকর রেড্ডি। তিনি বলেন, আমি মোদীজির মধ্যে এক মহান নেতার গুণ দেখেছি। সেই কারণেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিলাম। রাজ্য সভাপতি ইতিমধ্যেই আমাকে স্বাগত জানিয়েছেন। তারপর সর্বভারতীয় সভাপতি অমিত শাহও স্বাগত জানালেন।

শক্তিশালী হল বিজেপি

তেলেঙ্গানায় সুধাকর রেড্ডির যোগদানে বিজেপি শক্তিশালী হল। বিজেপি নেতা রাম মাধব বলেন, প্রবীণ নেতা সুধাকর রেড্ডিকে স্বাগত বিজেপিতে। তিনি এদিনই যোগদান করেছেন। তাঁর যোগদানে রাজ্যে যেমন শক্তিশালী হবে বিজেপি, তেমনই তাঁর অভিজ্ঞতাও কাজে লাগবে।

[আরও পড়ুন: ওয়ানাড নয়, রাহুল গান্ধীর উচিত ছিল বিজেপির কোনও শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে পদ্মবাহিনীকে চ্যালেঞ্জ করা ][আরও পড়ুন: ওয়ানাড নয়, রাহুল গান্ধীর উচিত ছিল বিজেপির কোনও শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে পদ্মবাহিনীকে চ্যালেঞ্জ করা ]

আগেই চিঠি রাহুলকে

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লিখে টিকিট বিলি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন। তাঁর অভিযোগ, রাজ্যে লোকসভা নির্বাচনে টিকিট বিলি হচ্ছে কোটি টাকার বিনিময়ে। তিনি লেখেন, লোকসভায় টিকিট দিতে বিপুল টাকার লেনদেন হচ্ছে। এই ধরনের দুর্নীতির সঙ্গে তিনি আপোশ করতে পারছেন না। তাই দল ছাড়তে বাধ্য হচ্ছেন।

[আরও পড়ুন: জেটলি অর্থনীতি বোঝেন না! সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যে ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির][আরও পড়ুন: জেটলি অর্থনীতি বোঝেন না! সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যে ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির]

English summary
Former AICC secretary P Sudhakar Reddy joins in BJP before Lok Sabha Election 2019. P Sudhakar Reddy leaved congress alleging crore of money for ticket in Lok Sabha also.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X