অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার নামে জিন্দাবাদ স্লোগান! সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের নেতার ভাষণ ভাইরাল
ভাষণ দিতে উঠে কংগ্রেস নেতা গুলিয়ে ফেললেন দলের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভদরার সঙ্গে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে। যার জেরে দলই পড়ল চূড়ান্ত বিপাকে। সোশ্যাল মিডিয়ায় এই ভাষণ একদিকে যেমন ভাইরাল হয়ে যায়, ঠিক অন্যদিকে মিমস এবং জোকসেও ভরে গিয়েছে।
|
কংগ্রেস নেতার 'বিতর্কিত' আহ্বান
ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার দলীয় সমর্থকদের ভিড়ে ভাষণ দিচ্ছেন। শেষে তিনি বলছেন, বলুন সনিয়া গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়ঙ্কা চোপড়া জিন্দাবাদ।
এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ওই নেতার পাশেই থাকা কংগ্রেসের দিল্লি ইউনিটের প্রধান সুভাষ চোপড়া ভুল নিয়ে অবাক দৃষ্টিতে তাকাচ্ছেন।

টুইটারে ট্রোলড কংগ্রেস
ভিডিও শেয়ার হতেই টুইটারে ট্রোলড হয় কংগ্রেস। ভিডিও ভাইরাল হতেই প্রিয়ঙ্কা চোপড়া ট্রেন্ডিং-এ চলে আসেন। হাজার হাজার টুইট হয়।

রাহুলের নাম নিয়ে কটাক্ষ
একটি টুইটারে লেখা হয়েছে, ভগবানকে ধন্যবাদ। রাহুল গান্ধী ওই সভায় ছিলেন না কিংবা তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। না হলে ওই নেতার মুখ দিয়ে বেরিয়ে আসত রাহুল বাজাজ জিন্দাবাদ। রাহুল বাজাজ হলেন শিল্পপতি।

প্রিয়ঙ্কা চোপড়া কবে যোগ দিলেন কংগ্রেসে?
প্রিয়ঙ্কা চোপড়া কবে কংগ্রেসে যোগ দিলেন প্রশ্ন তোলা হয়েছে অপর একটি টুইটে।