For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ রাজ্যে বিজেপি হারতেই রামের 'দখল' নিতে ময়দানে! সীতাকেও সম্মান জানানোর দাবি কংগ্রেস নেতার

এবার সীতার জন্য মূর্তি তৈরির প্রস্তাব। অযোধ্যায় রামের মূর্তি তৈরির কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তারই সঙ্গে সীতার মূর্তি তৈরির দাবি জানালেন কংগ্রেস নেতা করণ সিং।

  • |
Google Oneindia Bengali News

এবার সীতার জন্য মূর্তি তৈরির প্রস্তাব। অযোধ্যায় রামের মূর্তি তৈরির কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তারই সঙ্গে সীতার মূর্তি তৈরির দাবি জানালেন কংগ্রেস নেতা করণ সিং। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠিও লিখেছেন তিনি।

৩ রাজ্যে বিজেপি হারতেই রামের দখল নিতে ময়দানে! সীতাকেও সম্মান জানানোর দাবি কংগ্রেস নেতার

করণ সিং চিঠিতে বলেছেন, যদি তিনি (যোগী আদিত্যনাথ) ভগবান রামের মূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ভাল হয় তার উচ্চতা অর্ধেক করে রাম-সীতা দম্পতির মূর্তি স্থাপন করা যায়।

৩ রাজ্যে বিজেপি হারতেই রামের দখল নিতে ময়দানে! সীতাকেও সম্মান জানানোর দাবি কংগ্রেস নেতার

সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুজরাতের স্ট্যাচু অফ ইউনিটির থেকেও অযোধ্যায় রামের উঁচু মূর্তি তৈরি করা হবে।

চিঠিতে কংগ্রেস নেতা বলেছেন, অযোধ্যায় সীতাকেও সম্মান জানানো উচিত। কেননা বিবাহের পরেও অযোধ্যায় তাঁকে সম্মান জানানো হয়নি। করণ সিং বলেছেন, রামের সঙ্গে বিবাহের পরে, সীতা অযোধ্যা এসেছিলেন। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে বনবাসে যেতে হয়। সেখানে রাবণ তাঁকে হরণ করেন। রামের সঙ্গে থাকার পরেও তাঁকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। পরে তাঁকে আশ্রমেও কাটাতে হয়েছিল বলে উল্লেখ করেছেন করণ সিং।

English summary
Congress leader Karan Singh proposes Sita statue along Lord Rama's in Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X