For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে সব জানত মোদী-জেটলির মন্ত্রক, পিএনবি কাণ্ডে পাল্টা আক্রমণে কংগ্রেস

কপিল সিব্বলের নেতৃত্বে রণদীপ সূরযেওয়ালা, শক্তি সিং গোহিলরা সাংবাদিক সম্মেলন করেন। সেখানে কপিল সিব্বল গোটা পিএনবি কেলেঙ্কারির দায় চাপান বিজেপির উপরে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন নীরব মোদীর কোম্পানি ব্যাঙ্ক জালিয়াতি করে লেটার অফ আন্ডারটেকিং নিয়েছিল। যা হয়েছে ইউপিএ জমানাতেই। এই বলে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছিল বিজেপি। এদিন পাল্টা কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করল।

ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে সব জানত মোদী-জেটলির মন্ত্রক!

এদিন কপিল সিব্বলের নেতৃত্বে রণদীপ সূরযেওয়ালা, শক্তি সিং গোহিলরা সাংবাদিক সম্মেলন করেন। সেখানে কপিল সিব্বল গোটা পিএনবি কেলেঙ্কারির দায় চাপান বিজেপির উপরে। কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে কপিল বলেন, কংগ্রেস আমলে ঋণ দেওয়া হলেও সেটা কেলেঙ্কারি ছিল না। ব্যাঙ্ককর্মীরা গোলমাল পাকিয়ে তা করেছিলেন।

তবে বিজেপি সেই কেলেঙ্কারি জেনেও ২০১৭ সালে ফের লেটার অফ আন্ডারটেকিংয়ের বৈধতা বাড়িয়ে দিয়েছে। ২০১৭ সালে প্রায় দেড়শোটির বেশি লেটার অফ আন্ডারটেকিংয়ের বৈধতা বাড়ানো হয়েছে। যা থেকেই স্পষ্ট দুর্নীতি হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রক সব লেনদেনের কথা জানত। তাদের এড়িয়ে এটা হতে পারে না। তা সত্ত্বেও কেন এটা করতে দেওয়া হল, বিজেপি সরকারকে কাছে এর জবাবদিহি দাবি করেছেন কপিল সিব্বল।

পাশাপাশি নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে কপিল বলেন, নীরব মোদী প্রধানমন্ত্রীর ঘনিষ্ট। এই সরকার এভাবে অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। বিজেপিকে চ্যালেঞ্জ করে কপিল বলেন, সরকার চাইলে কংগ্রেস জমানার সঙ্গে তুলনা করতে পারে। তবে তাঁরা তা করবে না। সরকারের একেরপর এক ভুল নীতির জন্য দেশের অর্থনীতি নিচে নেমে গিয়েছে বলেও এদিন দাবি করেছেন তিনি।

English summary
Congress leader Kapil Sibal attacks Modi govt on Nirav Modi and PNB scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X