For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে বিজেপি মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেসের অন্যতম প্রধান মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা শিবরাজ সিং চৌহান সম্পর্কে প্রশংসা করতে শোনা গিয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আর সপ্তাহখানেকও বাকী নেই। বিরোধী কংগ্রেস হোক অথবা শাসক বিজেপি - দুই পক্ষই নিজেদের মতো করে প্রচারে ঝাঁপিয়েছে। বিজেপির প্রধান মুখ যেখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, সেখানে কংগ্রেসের রাজ্যের দুই প্রধান মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমলনাথ। এঁরা তিনজনেই যত বেশি সম্ভব বিধানসভা কেন্দ্র ঘুরে প্রচার করছেন।

শিবরাজের প্রশংসা

শিবরাজের প্রশংসা

তার মধ্যেই একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা শিবরাজ সিং চৌহান সম্পর্কে প্রশংসা করতে শোনা গিয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। শিবরাজকে ভালো বক্তা, কর্মঠ ও পরিশ্রমী বলে ব্যাখ্যা করেছেন তিনি। এমনটাই বলেছেন মধ্যপ্রদেশের ভোটে কংগ্রেসের প্রচার কমিটির চেয়ারম্যান সিন্ধিয়া।

এবার কংগ্রেস জিতবে

এবার কংগ্রেস জিতবে

কংগ্রেস এবারে কতগুলি আসনে জিতবে এই প্রশ্নে সিন্ধিয়া বলেছেন, কত আসনে জিতবে তা না জানলেও কংগ্রেস সরকার গড়বে তা তিনি বলে দিতে পারেন। কারণ টিকিট দেওয়ার সময় অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সব জায়গা থেকে ফিডব্যাক নেওয়া হয়েছে।

সকলে ঐক্যবদ্ধ

সকলে ঐক্যবদ্ধ

এবারে সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়ছেন। নিজেদের ও বিপক্ষের শক্তি দুর্বলতা যাচাই করে নামা হয়েছে। বলতে গেলে এই নির্বাচনের ফলাফলের ওপরে অনেক কিছু নির্ভর করবে বলে সিন্ধিয়া জানিয়েছেন।

[আরও পড়ুন: কর্তারপুরে সীমান্ত করিডোরে সবুজ সঙ্কেত কেন্দ্রের, রাজি পাকিস্তানও ][আরও পড়ুন: কর্তারপুরে সীমান্ত করিডোরে সবুজ সঙ্কেত কেন্দ্রের, রাজি পাকিস্তানও ]

মন তৈরি করে ফেলেছে জনতা

মন তৈরি করে ফেলেছে জনতা

নরেন্দ্র মোদী রাজ্যের দশ জায়গায় সভা করবেন মাত্র পাঁচ দিনে। এই প্রসঙ্গে সিন্ধিয়া বলেছেন, এসবে কোনও ফারাক পড়বে না। মানুষ মনে মনে ঠিক করে ফেলেছে। আমরা মানুষ যাতে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা করেছি। জেতার বিষয়ে দল ও তিনি আত্মবিশ্বাসী বলেও সিন্ধিয়া জানিয়েছেন।

[আরও পড়ুন: 'পাকিস্তান থেকে নির্দেশ পেয়েই কাশ্মীরে পিডিপি-এনসি জোট সরকার গড়তে গিয়েছিল', উঠল নতুন দাবি ][আরও পড়ুন: 'পাকিস্তান থেকে নির্দেশ পেয়েই কাশ্মীরে পিডিপি-এনসি জোট সরকার গড়তে গিয়েছিল', উঠল নতুন দাবি ]

English summary
Congress leader Jyotiraditya Scindia praises Madhya Pradesh CM Shivraj Singh Chouhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X