For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতেই চিতা সার্কাস মত কংগ্রেসের! মুখ খুললেন অধীরও

নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী মোদী। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে ছাড়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিনে চিতে ফিরল দেশ। আর এহেন উদ্যোগকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করলেন

  • |
Google Oneindia Bengali News

নামিবিয়া থেকে আনা আটটি চিতাকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী মোদী। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে ছাড়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিনে চিতে ফিরল দেশ। আর এহেন উদ্যোগকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী।

তাঁর দাবি, বহু দশক পরে ভারতে চিতা ফিরে এসেছে। তিনি এব্যাপারে সব ভারতবাসীর তরফে নামিবিয়া সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। আর এহেন উদ্যোগকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

নজর ঘোরাতেই এই সার্কাস

নজর ঘোরাতেই এই সার্কাস

একেবারে কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। একদিকে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে চিতা তামাসা চলছে বলেও আক্রমণ কংগ্রেসের। বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, দেশের একাধিক জলন্ত ইস্যুকে সামনে রেখে ভারত জড়ো যাত্রা করছেন রাহুল গান্ধী। আর সেদিক থেকে নজর ঘোরাতেই এই সার্কাস বলে ব্যাখ্যা কংগ্রেস নেতার। GST-এর অধীনে খাদ্যদ্রব্যের উপর কর আরোপ করায় অর্থনৈতিক বৈষম্য রয়েছে, মধ্যবিত্ত চাপের মধ্যে রয়েছে এবং বেকারত্ব ক্রমশ বাড়ছে। আর সেখানে চিতা প্রজেক্ট নিয়ে মোদী সরকারকে তোপ কংগ্রেস নেতার।

মুখ খুলেছেন প্রদেশ সভাপতি

মুখ খুলেছেন প্রদেশ সভাপতি

অন্যদিকে এই বিষয়ে মুখ খুলেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে চিতা আনতে হবে এটার মধ্যে দিয়ে মোদিজীর জন্মদিন পালন করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী জন্মদিন এটা বিশেষ দিন কিন্তু এই বিশেষ দিনকে আরো বেশি বিশেষ করার জন্য আফ্রিকান থেকে চিতা নিয়ে আসা হচ্ছে সেটা নিয়ে একটি বড় ইভেন্ট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। তাঁর দাবি, দেশের মানুষের পকেটে এখন টাকা দরকার। মানুষের টাকা নেই, রুটি রোজকার নেই অথচ রুটির জন্য কিংবা বেকারত্বের জন্য জন্মদিন উৎসর্গ করা হতো তাহলে ভালো হত বলে দাবি অধীরের। তা না করে কোটি কোটি টাকা খরচ করে চিতা নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ।

আটটি চিতাকে নিয়ে আসা হয়েছে

আটটি চিতাকে নিয়ে আসা হয়েছে

ভারতে না থাকলেও সারা বিশ্বে এই মুহর্তে প্রায় ৭ হাজার চিতা রয়েছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় রয়েছে এক তৃতীয়াংশ। সেই নামিবিয়া থেকে এদিন সকালে আটটি চিতাকে নিয়ে গোয়ালিয়রের মহারাজপুরা এয়ারবেসে পৌঁছয় ভারতীয় বিমান বাহিনীর বিমান। তারপর সেগুলিকে চিনুক হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় উদ্যানে। আটটি চিতার মধ্যে পাঁচটি মহিলা চিতার বয়স দুই থেকে পাঁচ বছর বয়সের মধ্যে। আর তিনটি পুরুষ চিতাগুলির বয়স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছরের মধ্যে। জানা গিয়েছে, আগামী কয়েক বছরে আরও বেশ কয়েকটি চিতা আসবে ভারতে।

English summary
congress leader jairam ramesh target modi in 'Project Cheetah'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X