For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে ‘কু-বাক্য’! মানবেন না রাহুল, কংগ্রেসের প্রবীণ নেতা শেষ পর্যন্ত চাইলেন ক্ষমা

সংসদে মোদীর বুকে ‘জাদু কা ঝাপ্পি’ দিয়ে সৌজন্যের রাজনীতিতে নয়া নজির গড়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি যে সেই পথ থেকে সরছেন না, তা আবার বোঝালেন কংগ্রেস সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

সংসদে মোদীর বুকে 'জাদু কা ঝাপ্পি' দিয়ে সৌজন্যের রাজনীতিতে নয়া নজির গড়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি যে সেই পথ থেকে সরছেন না, তা আবার বোঝালেন কংগ্রেস সভাপতি। তাঁর ধমকেই প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রবীণ কংগ্রেস নেতা সিপি জোশী।

রাহুলের টুইট-বার্তা

রাহুল গান্ধী টুইটার হ্যান্ডেলে সুস্পষ্ট ভাষায় লেখেন, কংগ্রেসের আদর্শ বিরোধী মন্তব্য করেছেন প্রবীণ কংগ্রেস নেতা। সমাজের কোনও অংশ আঘাত পেতে পারে, এমন বক্তব্য রাখা অনুচিত। তা কংগ্রেসের আদর্শবিরোধীও। কংগ্রেসের কখনও তা করেনি, ভবিষ্যতেও করবে না। তাই কংগ্রেস নেতার উচিত ক্ষমা চাওয়া।

মোদীকে নিশানায় জোশী

মোদীকে নিশানায় জোশী

রাজস্থানে ভোটপ্রচারে গিয়ে প্রবীণ কংগ্রেস নেতা সিপি জোশী প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে বলেন, হিন্দুত্ব নিয়ে কথা বলার কোনও যোগ্যতা নরেন্দ্র মোদীর নেই। হিন্দুত্ব নিয়ে কথা বলতে পারেন একমাত্র ব্রাহ্মণরা। তাঁর এই মন্তব্য নিয়েই ঝড় ওঠে রাজনৈতিক মহলে। স্বয়ং রাহুল গান্ধীও টুইটারে উষ্মাপ্রকাশ করেন। তারপরই ক্ষমা চান সিপি জোশী।

ধর্ম ও প্রশাসন ভিন্ন

ধর্ম ও প্রশাসন ভিন্ন

শুধু মোদীকেই নয়, হিন্দুত্ব নিয়ে তিনি তোপ দাগেন উমা ভারতীর বিরুদ্ধেও। জোশী বলেন, উমা ভারতী লোধি, অথচ হিন্দুত্ব নিয়ে কথা বলেন, মোদীও হিন্দুত্ব নিয়ে নানা কথা বলে বেড়ান। কিন্তু একমাত্র ব্রাহ্মণরাই বলেন না। তিনি বলেন ধর্ম ও প্রশাসন একেবারে ভিন্ন ব্যাপার। অছত তা নিয়ে দেশকে বিভ্রান্ত করা হচ্ছে।

যোশীর ভিডিও টুইট বিজেপির

জোশীর কথায়, সকলের নিজ ধর্মচারণের অধিকার রয়েছে। অথচ ওঁরা বলে বেড়াচ্ছেন কংগ্রেস নেতারা হিন্দু নন। কে ওঁদের শংসাপত্র দিতে বলেছে। ওঁরা কি কোনও বিশ্ববিদ্যালয় খুলেছে। এ ব্যাপারে একমাত্র বলতে পারেন ব্রাহ্মণরা। এই ভিডিওটি টুইট করেন বিজেপি নেতা হর্ষ সাংভি। তিনি বলেন, লজ্জাজনক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা সিপি যোশী। তিনি মোদীকে নিচু জাতের বলে উল্লেখ করেছেন।

ক্ষমা চাওয়ার বার্তা

ক্ষমা চাওয়ার বার্তা

রাজস্থানে কংগ্রেসের হাওয়া বইতে শুরু করেছে। বসুন্ধরা সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তীব্র। এই অবস্থায় সিপি যোশীর এমন মন্তব্য দলের ক্ষতি করতে পারে মনে করছে কংগ্রেস। রাহুল গান্ধী তড়িঘড়ি তাই টুইট করেছেন। ক্ষমা চাওয়ার বার্তা দিয়েছেন। কংগ্রেস নেতাও ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন।

English summary
Congress leader expresses sorrow to Narendra Modi in order of Rahul Gandhi. Cong leader CP Joshi says Modi is not suitable to talk on Hinduism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X