For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলা 'দুর্ঘটনা'! নিজের কবর নিজেই খুঁড়লেন কি কংগ্রেস নেতা

পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে এবার মারাত্মক মন্তব্যের অভিযোগ উঠল। আর জন্য কাঠগড়ায় উঠলেন কংগ্রেসের বিশিষ্ট ও শীর্ষস্থানীয় নেতা দ্বিগবিজয় সিং।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে এবার মারাত্মক মন্তব্যের অভিযোগ উঠল। আর জন্য কাঠগড়ায় উঠলেন কংগ্রেসের বিশিষ্ট ও শীর্ষস্থানীয় নেতা দ্বিগবিজয় সিং। টুইটারে পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলা-কে তিনি 'দুর্ঘটনা' বলে মন্তব্য করেছেন। আর এতেই বিতর্ক বেঁধেছে সোশ্যাল মিডিয়ায়। দ্বিগবিজয়ের টুইটের বিরোধিতা করে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু, দ্বিগবিজয় তার উত্তর না দিয়ে পুলওয়ামা জঙ্গি হামলার জন্য বিজেপি-কেই দায়ী করেছেন।

কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্কে ঝড়়

যে টুইট-এ দ্বিগবিজয় সিং পুলওয়ামা-কে 'দুর্ঘটনা' বলে মন্তব্য করেছেন তা আদৌ ইচ্ছাকৃতভাবে লেখা না ভুলবশত তা জানা যায়নি। আর দ্বিগবিজয় সিং এই নিয়ে কোনও কিছু জানাননি। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা নিয়ে কংগ্রেস প্রথম থেকেই কোনও রাজনৈতিক মন্তব্যের পা মাড়ায়নি। পুলওয়ামা হামলার পরপরই সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছিল। সেখানে ঠিক হয়েছিল বিজেপি-র বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণে পরে যাওয়া যাবে কিন্তু,পুলওয়ামা ইস্যুতে কোনও রাজনৈতিক প্রশ্ন নয় এবং পুলওয়ামা-র ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা থেকে বিরত থাকবে কংগ্রেস। দ্বিগবিজয় সিং পুলওয়ামার জঙ্গি হামলা-কে 'দুর্ঘটনা' বলে পার্টি লাইন ভেঙেছেন বলেই অভিযোগ।

পুলওয়ামা নিয়ে বিজেপি বিরোধীদের মধ্যে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বারবার প্রশ্ন তুলেছেন। এমনকী পুলওয়ামা-য় কোথায় বোমা বর্ষণ হয়েছে? কত জন মারা গিয়েছে? এগুলি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তব্যও সারসরি দাবি করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু তাঁর বাইরে বিজেপি বিরোধী এবং সবচেয়ে বড় বিরোধী দল হিসাবে কংগ্রেস পুলওয়ামা নিয়ে কোনও ধরনের মন্তব্যে হাঁটেনি। সেখানে দ্বিগবিজয়-এর 'দুর্ঘটনা' মন্তব্য স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতৃত্ব-কে অস্বস্তি-তে ফেলেছে।

English summary
Congress leader Digvijaya singh terms Pulwama terror attack as accident and it creates huge controversy on social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X