For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের ভোটই দিতে পারলেন না প্রার্থী দিগ্বিজয় সিং! কারণ নিয়ে বিজেপির 'অন্য দাবি'

  • |
Google Oneindia Bengali News

সিনিয়র কংগ্রেস নেতা এবং দলের ভোপাল কেন্দ্রের প্রার্থী দিগ্বিজয় সিং, নিজের ভোটটাই দিতে পারলেন না রবিবার। সারাটা দিন তিনি দলের ভোট নিয়েই ব্যস্ত ছিলেন। বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও দিগ্বিজয় রায়গড় সংসদীয় কেন্দ্রের ভোটার।

ভোট দিতে পারলেন না দিগ্বিজয়

ভোট দিতে পারলেন না দিগ্বিজয়

দিগ্বিজয় সিং রায়গড়ে গিয়ে ভোট দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, পরবর্তী সময়ে তিনি নিজেকে ভোপালের ভোটার হিসেবে নথিভুক্ত করবেন। সূত্রের খবর অনুযায়ী, সারাটা দিন দিগ্বিজয় সিং ভোপালের বিভিন্ন বুথে ঘুরে বেরোন। ফলে তিনি সময়মতো রায়গড়ে পৌঁছাতে পারেননি। ভোপাল থেকে রায়গড়ের দূরত্ব ১৩০ কিমি।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোপালেই আটকে ছিলেন, কেননা তিনি এই কেন্দ্রের ভোটের ফল নিয়ে স্নায়ু চাপে ভুগছেন। বিজেপির অমিত মালব্য বিষয়টি নিয়ে টুইট করেছেন। তিনি সেখানে কটাক্ষ করে বলেছেন, দুই বারের মুখ্যমন্ত্রী সাধ্বীর বিরুদ্ধে যুদ্ধ করছেন।

সাধুদের নিয়ে রোড শো

সাধুদের নিয়ে রোড শো

এর আগে বিজেপির হিন্দুত্বের মোকাবিলা করতে, শতাধিক সাধুকে নিয়ে ভোপালে রোড শো করেছিলেন দিগ্বিজয় সিং। সেখানে জয় শ্রীরাম ধ্বনিও ওঠে। সেই রোড শোতে দিগ্বিজয় সিং ছাড়াও হাজির ছিলেন কম্পিউটার বাবা ওরফে নামদেব ত্যাগী। কম্পিউটার বাবাকে সম্প্রতি রাজ্যের কংগ্রেস সরকার রিভার ট্রাস্টের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। কম্পিউটার বাবা বলেন, সেখানে কোনও রামমন্দির নেই, তাই কোনও নরেন্দ্র মোদীও থাকবে না।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Congress leader Digvijaya Singh failed to cast his vote due to his busyness in Bhopal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X