For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তা প্রত্যাহারের পরেই মর্মান্তিক পরিণতি! পঞ্জাবে গুলিতে মৃত্যু গায়ক- কংগ্রেস নেতার

পঞ্জাবে (punjab) গুলিতে মৃত্যু গায়ক (singer) তথা কংগ্রেস (congress) নেতা সিধু মুসে ওয়ালার (sidhu moose wala)। এদিন মানসা জেলার জাওহাররে গ্রামে তাঁর গাড়িতে হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা। ঘটনাস্থলেই তাঁরমৃত্যু

Google Oneindia Bengali News

পঞ্জাবে (punjab) গুলিতে মৃত্যু গায়ক (singer) তথা কংগ্রেস (congress) নেতা সিধু মুসে ওয়ালার (sidhu moose wala)। এদিন মানসা জেলার জাওহাররে গ্রামে তাঁর গাড়িতে হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পঞ্জাব পুলিশের তরফে সিধু মুসে ওয়ালা-সহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহারের পরের দিনই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন

সিধু মুসে ওয়ালা এবারের পঞ্জাব বিধানসভা নির্বাচনে মানসা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ছিলেন। তিনি আপ প্রার্থী বিজয় সিংলার কাছে প্রায় ৬৩ হাজার ভোটে পরাজিত হন। জয়ী আপ প্রার্থী পঞ্জাবের ভগবন্ত মান মন্ত্রিসভার সদস্যও হন। যদিও দুর্নীতির অভিযোগে তাঁকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে।

গানেই আপকে নিশানা

গতমাসে সিধু মুসে ওয়ালা তাঁর Scapegoat গানের মাধ্যমে আম আদমি পার্টি এবং তাদের সমর্থকদের নিশানা করেছিলেন। গানের মাধ্যমে আপ সমর্থকদের বিশ্বাসঘাতকও বলেছিলেন তিনি।

কংগ্রেসের শোক বার্তা

কংগ্রেসের তরফে সিধু মুসে ওয়ালার মর্মান্তিক পরিণতিতে শোক প্রকাশ করা হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে বলেছেন, সিধু মুসে ওয়ালাকে দিনের আলোয় খুনের ঘটনায় কংগ্রেস শোকাহত।
তিনি বলেছেন পঞ্জাব এবং সারা বিশ্বের পঞ্জাবীপা গণসংযোগের একজন প্রতিভাবান শিল্পীকে গারিয়েছে। বিশ্বজুড়ে তাঁর প্রিয়জন এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত এদিনের হামলায়
তাঁর গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার পরে বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা মুখ্যমন্ত্রীর দায়িত্বে অবহেলার জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুলেছেন। তিনি বলেছেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর উচিত রাজ্যের পরিস্থিতির দিকে মন দেওয়া। শুধু পঞ্জাবের মুখ্যমন্ত্রী নয়,
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও মামলার দাবি তুলেছেন তিনি।

 সিধু মুসে ওয়ালার পরিচিতি

সিধু মুসে ওয়ালার পরিচিতি

১৯৯৩-এর ১৭ জুন পঞ্জাবের মানসা জেলার মুসওয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসে ওয়ালা। তাঁর ফ্যান ফলোয়িং লক্ষ লক্ষ। র‍্যাপের জন্যই তিনি জনপ্রিয় ছিলেন।
ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিধারী মুসে ওয়ালা কলেজে পড়ার সময় গান শিখেছিলেন। পরে তিনি কানাডায় চলে যান।
অন্যদিকে সিধু মুসেওয়ালা বন্দুর সংস্কৃতির প্রচার করেও বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর গান 'জাট্টি জিওনে মর দি বন্দুক ওয়ারগি গানটি ১৮ শতকের শিখ যোদ্ধা মাই ভাগোকে নিয়ে করা। এই শিখ যোদ্ধাকে
গানের মাধ্যমে খারাপ ভাবে দেখানোর অভিযোগ ওঠার পরে তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন।

সরকারের পরামর্শের 'ভুল ব্যাখ্যা'! মাস্কড আধার নিয়ে নির্দেশিকা প্রত্যাহার করে নিল কেন্দ্রসরকারের পরামর্শের 'ভুল ব্যাখ্যা'! মাস্কড আধার নিয়ে নির্দেশিকা প্রত্যাহার করে নিল কেন্দ্র

English summary
Congress leader and singer Sidhu Moose Wala shot dead in Punjab after withdrawn of his security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X