For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুপিসারে মোদীই বদলেছেন চুক্তি, রাজ্যসভায় ফের অভিযোগ কংগ্রেস সাংসদের

কংগ্রেস নেতা আনন্দ শর্মার অভিযোগ নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে না জানিয়েই রাফালে ফাইটার জেট নিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি বদলে ফেলেছিলেন। বাজার দরের চেয়ে অনেক বেশি দামে তিনি বিমানগুলি

Google Oneindia Bengali News

রাফালে চুক্তি নিয়ে সুর চড়াল কংগ্রেস। সোমবার রাজ্যসভায় প্রসঙ্গটি তোলেন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন বিদেশমন্ত্রী আনন্দ শর্মা। তিনি অভিযোগ করেন নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিকে না জানিয়েই রাফালে ফাইটার জেট নিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি বদলে ফেলেছিলেন। বাজার দরের চেয়ে অনেক বেশি দামে তিনি বিমানগুলি কিনতে চুক্তিবদ্ধ হন।

চুপিসাড়ে মোদীই বদলেছেন চুক্তি

রাফালে বিমান নিয়ে লোকসভায় অনাস্থা প্রস্তাবের সময় বোমা ফাটিয়েছিলেন রাহুল গান্ধী। তার তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। এমনকী ফরাসী সরকারের পক্ষ থেকেও রাহুলের দাবিকে অস্বীকার করা হয়। তারপর কংগ্রেস এব্যাপারে চুপ করে যাবে এমনটাই ভেবেছিল বিজেপি। কিন্তু এদিন রাজ্যসভাতেও উঠল রাফালে প্রসঙ্গ।

কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার অভিযোগ করেন, 'আমাদের প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির অনুমতি ছাড়াই রাফালে ছুক্তির বদলে ফেলেন, যার ফলে বিমান প্রতি অনেক বেশি দাম পড়ছে। ফ্রান্স থেকে দেশে ফেরার পরই রাফালে চুক্তি ক্যাবিনেট কনিটিকে না জানিয়েই বদলে গিয়েছিল কিনা প্রধাণমন্ত্রীকে তা বলতে হবে। যদি ভুল ভলে থাকি তাহলেও তিনি অস্বীকার করুন '

লোকসভায় আস্থা ভোটের দিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেন, ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রঁ তাঁকে বলেছিলেন ভারত ও ফ্রান্সের মধ্যে রাফালে নিয়ে কোনও গোপনীয়তা রাখার চুক্তি নেই। তিনি অভিযোগ করেন এনিয়ে প্রধানমন্ত্রীর চাপে প্রতিরক্ষামন্ত্রী মিথ্যে বলছেন। সেই নিয়ে স্বাভাবিকভাবেই প্রচন্ড বিতর্ক হয়, যার জের এখনও চলছে।

English summary
Congress leader Anand Sharma says Prime Minister changed the Rafale deal without cabinet committees knowledge, price are now much higher per unit of aircraft.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X