For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুরা বড় ভোট ব্যাঙ্ক, তাঁদের দূরে সরিয়ে রাখা ঠিক হবে না, হিন্দুত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য একে অ্যান্টনির

হিন্দুরা বড় ভোট ব্যাঙ্ক, তাঁদের দূরে সরিয়ে রাখা ঠিক হবে না, হিন্দুত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য একে অ্যান্টনির

Google Oneindia Bengali News

কংগ্রেসের আসন সংখ্যা গোটা দেশে তলানিতে এসে ঠেকেছে। সামনেই লোকসভা ভোট তার আগে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা একে অ্যান্টনি। তিরুঅনন্তপূরমে একটি অনুষ্ঠানে কংগ্রেস নেতা বলেছেন। হিন্দুদের বেশি করে গুরুত্ব দিতে হবে। যাঁরা প্রতিদিন তিলক কেটে মন্দিরে যায় তাঁদের দূরে সরিয়ে রাখলে হবে না। তাঁরা যে একটা বড় ভোট ব্যাঙ্ক সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

হিন্দুরা বড় ভোট ব্যাঙ্ক, তাঁদের দূরে সরিয়ে রাখা ঠিক হবে না, হিন্দুত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য একে অ্যান্টনির

তিরুঅনন্তপূরমে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন হিন্দুত্ব ভোটের জোরেই বিজেপিকে হারানো যাচ্ছে না। কাজেই বিজেপিকে হারাতে হলে হিন্দু ভোটকে অবহেলা করলে চলবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের এই প্রবীন নেতা। কাজেই লোকসভা ভোট বিজেপিকে কড়া টক্কর দিতে হলে কংগ্রেসকেও যে হিন্দুত্বের পথে হাঁটতে হবে তা বলতে দ্বিধা করেননি তিনি। কপালে তিলক কেটে প্রতিদিন মন্দিরে যায় বলেই তাঁকে দূরে সরিয়ে রাখলে হবে না। হালকা হিন্দুত্বের নাম দিয়ে তাকে দূরে সরিয়ে রাখলে চলবে না। আর এই পলিসি নিলে ফের মোদীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে কেউ আটকাতে পারবে না।

কেরলের এই প্রাক্তন মন্ত্রী বলেছেন, হিন্দুদের অধিকার আছে মন্দিরে যাওয়ার। যেমন ক্রিশ্চানদের চার্চে যাওয়ার আর মুসলিমদের মন্দিরে যাওয়ার অধিকার রয়েছে সেরকমই হিন্দুদেরও মন্দিরে যাওয়ার অধিকার রয়েছে। অন্যধর্মের মতো তাঁদেরও মন্দিরে গিয়ে ঐশ্বরের উপাসনা করার অধিকার রয়েছে। দেশে হিন্দুদের সংখ্যা বেশি। কাজেই তাঁদের ভোট পেতে হলে হিন্দুত্বের নাম দিয়ে তাঁদের দূরে সরিয়ে রাখলে হবে না বলে মন্তব্য করেছে এই প্রবীণ কংগ্রেস নেতা। তিনি আরও বলেছেন আমাদের কোনও বন্ধু যদি মন্দিরে যায় তিলক কেটে তার অর্থ এই নয় যে তাঁকে হিন্দুত্বের নাম দিয়ে দূরে সরিয়ে রাখলে চলবে না। কংগ্রেসকে জিততে হলে সব ধর্মের মানুষের সমর্থন প্রয়োজন।

তিনি বলেছেন বিজেপি বিভেদের রাজনীতি করে ভোট ব্যাঙ্ক বাড়াচ্ছে। সেই নীতিকে টক্কর দিতে হলে কংগ্রেসের উচিত সব ধর্মের মানষকে সঙ্গে নিয়ে একপথে হাঁটতে হবে। তবেই বিজেপিকে কড়া টক্কর দিতে পারবে। আর হিন্দুত্বের নাম দিয়ে যদি তিলক কাটা মন্দিরে যাওয়া হিন্দুদের দূরে সরিয়ে রাখা হয় তাহলে কিন্তু বিজেপিকে রোখা অসম্ভব হয়ে পড়বে কংগ্রেসের পক্ষ থেকে।

MD Salim: শিক্ষক নিয়োগে ২ দুর্নীতিবাজ বাইরে! তৃণমূলের জন্ম বৃত্তান্ত-মমতাকে কটাক্ষ মহঃ সেলিমের MD Salim: শিক্ষক নিয়োগে ২ দুর্নীতিবাজ বাইরে! তৃণমূলের জন্ম বৃত্তান্ত-মমতাকে কটাক্ষ মহঃ সেলিমের

English summary
AK Antony want Hindu Vote for Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X