For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মন কি বাত' নয় 'লাদাখ কি বাত' করুন, মোদীকে পাল্টা আক্রমণ অধীরের

'মন কি বাত' নয় 'লাদাখ কি বাত' করুন, মোদীকে পাল্টা আক্রমণ অধীরের

Google Oneindia Bengali News

মন কি বাত নয় 'লাদাখ কি বাত' শুনতে চান দেশবাসী। এমনই আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। দেশবাসী লাদাখের বর্তমান পরিস্থিতি জানতে চান বলে জানিয়েছেন সংসদে কংগ্রেসের বিরোধী দলনেতা। লাদাখ নিয়ে গতকাল প্রধানমন্ত্রী একাধিক বক্তব্য পেশ করেছেন মনকী বাত অনুষ্ঠানে।

 লাদাখ সংকট

লাদাখ সংকট

ফের সীমান্তে আস্ফালন শুরু করেছে লালফৌজ। লাদাখে সেনা তৎপরতা শুরু করেছে ভারতও। বায়ুসেনা শক্তিবৃদ্ধি করছে সেখানে। নিয়ে যাওয়া হয়েছে মারণ ক্ষেপণাস্ত্রও। কেন্দ্রের তরফে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে চিনের সঙ্গে চোখে চোখ রেখে লড়তে জানে ভারত।

অধীরের কটাক্ষ

অধীরের কটাক্ষ

লাদাখ কোন পরিস্থিতিতে রয়েছে সেকথা জানতে চায় দেশবাসী। সোমবার মোদীর মন কী বাত অনুষ্ঠানের পর এমনই তীব্র ভাষায় আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেছেন দেশের ২০ জন জওয়ান শহিদ হওয়ার পরেও কীকরে মন কি বাত অনুষ্ঠান করতে পারেন প্রধানমন্ত্রী। দেশবাসী এখন কেবল মাত্র লাদাখের কথা শুনতে চেন।

 পিএম কেয়ার্সে চিনের টাকা

পিএম কেয়ার্সে চিনের টাকা

মন কি বাত অনুষ্ঠানে মোদীর বার্তার পরে আক্রমণ শানিয়েছিল কংগ্রেস। অভিযোগ করা হয় দেশের করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে টাকা দিয়েছে চিন। তাই চিন নিয়ে চুপ করে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রসঙ্গত উল্লেখ্য রাজীব গান্ধী ফাউন্ডেশনে চিনা অনুদানের অভিযোগ করেছিল বিজেপি। তারপরেই কংগ্রেসের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

চিনকে বার্তা

চিনকে বার্তা

এদিকে গতকাল আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভারত চিনের চোখে চোখ রেখে জবাব দিতে জানে। তাই কোনওভাবেই েযন ভারতকে দুর্বল না ভাবা হয়। এদিেক লাদাখ সীমান্তে সেনা তৎপরতা শুরু করেছে ভারত। বায়ুসেনা শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে।

একদিন বাদ রেখে ফের পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি! একনজরে কোন শহরে কতএকদিন বাদ রেখে ফের পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি! একনজরে কোন শহরে কত

English summary
Congress leader Adhir Chowdhury cririsize Narendra Modi over Maan Ki Baat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X