For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক টানাপড়েন কল্পনাতীত, মন্তব্য কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির

  • |
Google Oneindia Bengali News

শনিবার মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় কংগ্রেসের প্রবীণ নেতা অভিষেক মনু সিংভিকে। বর্তামানে মহারাষ্ট্রের রাজনৈতিক ডামাডোলকে 'কল্পনাতীত’ বলেও ব্যাখ্যা করতে দেখা যায় তাকে। মহারাষ্ট্রের জোট সরকার গড়তে কংগ্রেস-এনসিপপি ও শিবসেনা দরকারের থেকে অতিরিক্ত সময় নিচ্ছে বলেও মনে করেন তিনি। সরকার গঠন প্রসঙ্গে এই তিন দলের ত্রিপাক্ষিক বৈঠক নিয়েও বেশ কিছু মন্তব্য করতে দেখা যায় তাকে।

‘পাওয়ারজী তুসি গ্রেট হো’, মহারাষ্ট্রে এনসিপি-বিজেপি সরকার গঠনের পর টুইট কংগ্রেস নেতা অভিষেক মনু


এদিন টুইটারে তিনি লেখেন, "মহারাষ্ট্র সম্পর্কে আমি পড়েছি তা আমার কল্পনার অতীত। প্রথম কদিন ভাবছিলাম এটা ভুয়ো খবর। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমাদের ত্রিপাক্ষিক আলোচনার তিন দিনের বেশি সময় চলা উচিত ছিল না।” অন্যদিকে ওই টুইট বার্তায় মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা চলাকালীন শরদ পাওয়ারের রাজনৈতিক কৌশলকে বাহবা দিয়ে তিনি বলেন, “পাওয়ারজী তুসি গ্রেট হো”।

বর্তামানে শারদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি সমর্থিত দেবেন্দ্র ফড়নবীশ আবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসায় মহারাষ্ট্রে মাসভর চলা রাজনৈতিক অচলাবস্থা নাটকীয়ভাবে শেষ হয়। এই প্রসঙ্গে ফড়নবিস বলেন, "জনতার রায় আমাদের পক্ষে ছিল। কিন্তু সরকার গঠন না হওয়ায় রাষ্ট্রপতি শাসন জারির পর শিবসেনা অন্য দলগুলিকে নিজেদের দিকে টানার চেষ্টা করেছিল। মহারাষ্ট্রে একটি 'জগাখিচুড়ি' সরকার নয়, একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন ছিল।

উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে অজিত পাওয়ার বলেন, "২৪ শে অক্টোবর ফলাফলের দিন থেকে কোনও দলই সরকার গঠন করতে সক্ষম হয়নি। দীর্ঘদিন থেকেই মহারাষ্ট্র কৃষক ইস্যু সহ একাধিক সমস্যার মুখোমুখি হয়েছিল। তাই আমরা একটি স্থিতিশীল সরকার গঠনের সিদ্ধান্ত নিই।"

English summary
'Powerji Tusi Great Ho', tweeted Congress leader Abhishek Manu Singhvi after formation of NCP-BJP government in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X