For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভারত ও গণতন্ত্র বাঁচাও কর্মসূচির সূচনা কংগ্রেসের

Google Oneindia Bengali News

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মহারাষ্ট্রে শনিবার দলের পক্ষ থেকে '‌ভারত বাঁচাও–গণতন্ত্র বাঁচাও’‌ বার্তাকে সামনে রেখে পতাকা নিয়ে মিছিল করে। এই পদযাত্রা আগস্ট ক্রান্তি ময়দান থেকে শুরু করে গিরগাম চৌপাটি সংলগ্ন লোকমান্য তিনক মূর্তির কাছে শেষ হয়।

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস


মহারাষ্ট্রের কংগ্রেসের সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খার্গে সহ দলের অন্য নেতৃত্বরা এই পদযাত্রায় অংশ নেন। আগস্ট ক্রান্তি ময়দান সংলগ্ন তেজপাল হলে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই পদযাত্রার সূচনা হয়। ১৮৮৫ সালে এই হলেই কংগ্রেসের ভিত্তি স্থাপন করা হয়েছিল। পদযাত্রা শুরু হওয়ার আগে দলের নেতা–কর্মীরা আগস্ট ক্রান্তি ময়দানে শহিদ স্মৃতিশৌধতে প্রার্থনা করেন। অন্যদিকে, এদিন দলের সভাপতি সোনিয়া গান্ধী দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে দলের পতাকা উত্তোলন করেন এবং ১৩৫তম প্রতিষ্ঠা দিবসের সূচনা করেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা মনমোহন সিং, মতিলাল ভোরা, একে অ্যান্টনি এবং রাহুল গান্ধী এই অনুষ্ঠান উপলক্ষ্যে '‌বন্দে মাতরম’‌ গান।

কংগ্রেসের পক্ষ থেকে দলের টুইটারে টুইট করে বলা হয়, '‌জাতির জন্য আত্মত্যাগ কংগ্রেস দলে জন্য সবার আগে। আমাদের প্রতিষ্ঠার সময় থেকে, ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে এবং আগামী সমস্ত দিন পর্যন্ত, দেশ সবার প্রথমে আসে।’‌ টুইটারে আরও বলা হয়, '‌১৩৫ বছর ঐক্যের, ১৩৫ বছর বিচারের, ১৩৫ বছর সমতার, ১৩৫ বছর অহিংসার, ১৩৫ বছর স্বাধীনতার। আজকে আমরা কংগ্রেসের ১৩৫তম বর্ষ উদযাপন করছি।’

প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এই এত বছরে দলের লক্ষাধিক কর্মীদের নিঃস্বার্থ অবদানকে কুর্নিশ জানায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দল পরিকল্পনা করেছে যে গোটা দেশে ভারত ও সংবিধান বাঁচাও কর্মসূচী নেওয়া হবে। গুয়াহাটির অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাহুল গান্ধী এবং লখনউতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। অন্য নেতারাও দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচীতে অংশ নেন। ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর বিট্রিশ নেতা অ্যালান অক্টাভিয়ান হুম কংগ্রেসের ভিত্তি স্থাপন করেন।

English summary
The march was taken out between the August Kranti Maidan and the statue of Lokmanya Tilak near Girgaum Chowpatty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X