
জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তা থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনব প্রতিবাদ কর্মসূচী কংগ্রেসের
সূত্রের খবর এলপিজি, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে তিনটি ফেজে আন্দোলনের পরিকল্পনা করেছে কংগ্রেস৷ দেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দলটি তার নেতা ও কর্মীদের সোশ্যাল মিডিয়ায় জ্বালানির দাম বাড়ার বিরুদ্ধে প্রতিবাদ পোস্ট করা বাধ্যতামূলক করেছে। জানা গিয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল শনিবার সমস্ত রাজ্য ইউনিটগুলিতে একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি জারি করেছেন। যেখানে ৩১ শে মার্চ ২০২২ সকাল ১১ টায়, কংগ্রেস নেতা কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে বাইরে বেরিয়ে গ্যাস সিলিন্ডার, স্কুটার/বাইক, খালি পেট্রোল/ডিজেলের বোলতে মালা দিয়ে প্রতিবাদ জানাতে বলা হয়েছে৷ এবং সেই প্রতিবাদের ছবি আবশ্যকভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি পোস্ট করতে বলা হয়েছে৷

সংবাদমাধ্যমের প্রকাশ একই সঙ্গে গ্যাস-পেট্রোল-ডিজেলের দামের অপ্রতিরোধ্য বৃদ্ধির বিরুদ্ধে বধির বিজেপি সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতের জনগণকে মোদি সরকার প্রতারিত করে আসছে৷ পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস (পিএনজি) এবং সিএনজির দাম ১৩৭ দিনের জন্য অপরিবর্তিত রাখার পর বিধানসভা ভোট মিটে যেতেই আবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে৷ বিজেপি চাররাজ্যে জয় পাওয়ার পর গত এক সপ্তাহ প্রতিটি পরিবারের মাসিক বাজেটের উপর বড় ধাক্কা নেমে এসেছে৷
২ থেকে ৪ এপ্রিল ২০২২ সকাল ১১ টার মধ্যে ডিসিসি জেলা সদরগুলিতে 'মেহঙ্গাই মুক্ত ভারত ধরনা এবং মিছিল' এর ঘোষণা করেছে। ৭ এপ্রিল ২০২২ সকাল ১১ টায় কংগ্রেস কর্মী, সম্মুখ সংগঠন, বিভিন্ম বিভাগ এবং সেল, শ্রমিক সংগঠন, ইউনিয়ন এবং সুশীল সমাজ গোষ্ঠীগুলির সঙ্গে পিসিসি থেকে রাজ্য সদর দফতরগুলিতে অনুরূপ 'মেহনগাই মুক্ত ভারত ধরনা এবং মিছিল'র আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে৷ গত ছ'দিনে পঞ্চমবারের মতো এবং রোববার আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি (ওএমসি)। চার মাসেরও বেশি সময় পর মঙ্গলবার (২২ মার্চ) প্রথমবারের মতো তেলের দাম বাড়ে। জ্বালানির বিক্রয় মূল্য বৃদ্ধি যার মধ্যে রাষ্ট্রীয় শুল্ক, কেন্দ্রীয় আবগারি এবং সেস অন্তর্ভুক্ত রয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দামে বৃদ্ধি দেখা গিয়েছে৷
