For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী সরকারের 'পোল খোল', করোনা আবহে বিজেপি সরকারকে নাস্তানাবুদ করতে নয়া ক্যাম্পেন কংগ্রেসের

যোগী সরকারের 'পোল খোল', করোনা আবহে বিজেপি সরকারকে নাস্তানাবুদ করতে নয়া ক্যাম্পেন কংগ্রেসের

Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে উত্তর প্রদেশে। তার উপরে করোনা পরিস্থিতি সব মিলিয়ে চরম অচলাবস্থা চলছে যোগীর রাজ্যে। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ কংগ্রেস। তাই কোমর বেঁধে নেমে পড়েছে তাঁরা। এই সুযোগে যোগী সরকারের বিরুদ্ধে 'পোল খোল' ক্যাম্পেন শুরু করতে চলেছে উত্তর প্রদেশ কংগ্রেস।

 'পোল খোল' ক্যাম্পেন

'পোল খোল' ক্যাম্পেন

চরম অব্যবস্থা চলছে যোগীর রাজ্যে। শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে করোনা পরিস্থিতি। সবেতেই চলছে চরম অব্যবস্থা। এই সুযোগে যোগী সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেেম পড়েছে কংগ্রেস। শুরু করতে চলেছে যোগী সরকারের 'পোল খোল' ক্যাম্পেন। ২৫ জুন থেকে উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে একদিনের প্রতিকী অনশনে বসবেন কংগ্রেস কর্নী সমর্থকরা।

 গ্রামে শহরে প্রচারের তেজ বাড়াবে কংগ্রেস

গ্রামে শহরে প্রচারের তেজ বাড়াবে কংগ্রেস

দুর্নীতির বিরুদ্ধে ২ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত প্রত্যেক গ্রামে লিফলেট বিলি করবে কংগ্রেস। ১৪ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর প্রদেশের গ্রামে শহরে পোস্টার দেবে কংগ্রেস। তাতে যোগী সরকারের একাধিক দুর্নীতির খতিয়ান দেওয়া থাকবে। ইতিমধ্যেই হাজার হাজার লিফলেট এবং প্যামফ্লেট ছাপানো হয়ে গিয়েছে।

করোনা সুরক্ষা বিধি মেনেই আন্দোলন

করোনা সুরক্ষা বিধি মেনেই আন্দোলন

উত্তর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দলীয় কর্মী সমর্থকরা করোনা সুরক্ষা বিিধ মেনেই প্রচারের ময়দানে নামবে। গ্রামে গ্রামে তাঁরা কাজ করবেন সামাজিক সুরক্ষা বিধি মেনেই। সোশ্যাল মিডিয়াও প্রচার চালাবে কংগ্রেস।

 শিক্ষক নিয়োগে দুর্নীতি

শিক্ষক নিয়োগে দুর্নীতি

একই শিক্ষক একাধিক সরকারি স্কুলে পড়িয়ে এক মাসে কোটি টাকা বেতন পাচ্ছেন এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় উত্তর প্রদেশ সরকারের শিক্ষক নিয়োগ নিয়ে। একের পর এক চাঞ্চল্যকর নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে।

English summary
Congress launch a new campaign against Yogi Adityanath in UP in Coronavirus situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X