For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'খুনি' বলে বিদ্রুপ! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে অবশেষে মানহানির মামলা শশীর

বিজেপি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের শশী থারুরের।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেস নেতা শশী থারুরকে স্ত্রী-র খুনে অভিযুক্ত বলে বিদ্রুপ করেন। সেই ঘটনায় ক্ষমা চাইতে বলেছিলেন শশী। তাতে রবিশঙ্কর কর্ণপাত না করায় মানহানির মামলা দায়ের করলেন শশী থারুর।

খুনি বলে বিদ্রুপ! বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে অবশেষে মানহানির মামলা শশীর

শশী কিছুদিন আগে এক মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। যা নিয়ে তুমুল বিতর্ক হয়। তিনি বলেন, আরএসএসের একটি সূত্র তাঁকে বলেছে, মোদী হলেন শিবলিঙ্গের মাথায় বসে থাকা বিছের মতো। যাকে হাত দিয়ে সরানো যাবে না, চপ্পল দিয়েও মারা যাবে না।

যা শুনে রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক সম্মেলনে বলেন, খুনে অভিযুক্ত শশী থারুর ভগবান শিবকে অপমান করার মতো কথা বলেছেন। এমনকী সুনন্দা পুস্করকে হত্যার ঘটনায়ও শশীকে অভিযুক্ত বলে বর্ণনা করেন রবিশঙ্কর।

এই ঘটনার পরই শশী চিঠি পাঠিয়ে ক্ষমা চাওয়ার আবেদন করেন। তবে তাতে রবিশঙ্কর কর্ণপাত না করায় এবার মানহানির মামলা দায়ের হল।

প্রসঙ্গত, সাংবাদিক অর্ণব গোস্বামীকে সমন পাঠিয়েছে কেরলের নিম্ন আদালত। তাঁর বিরুদ্ধেও শশী থারুর মামলা করেছেন। অভিযোগ, রিপাবলিক টিভির অনুষ্ঠানে সুনন্দা পুস্করের মৃত্যু নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন অর্ণব।

English summary
Congress Kerala MP Shashi Tharoor files criminal defamation case against Ravi Shankar Prasad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X