For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক নিয়ে ফের সুপ্রিমকোর্টে কংগ্রেস, সকালেই আবেদন শুনবে আদালত

এর আগে বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গড়ার আহ্বান জানানোর বিরুদ্ধে আবেদন করে সুপ্রিমকোর্টে গিয়েছিল কংগ্রেস। আবার সেই রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

এর আগে বিএস ইয়েদুরাপ্পাকে সরকার গড়ার আহ্বান জানানোর বিরুদ্ধে আবেদন করে সুপ্রিমকোর্টে গিয়েছিল কংগ্রেস। আবার সেই রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল কংগ্রেস। রাজ্যপাল বাজুভাই বালা বিজেপি বিধায়ক কেজি বোপাইয়াকে আস্থা ভোটের আগে বিধানসভার স্পিকার হিসাবে বেছেছেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

কর্ণাটক নিয়ে ফের সুপ্রিমকোর্টে কংগ্রেস, সকালেই হবে শুনানি

এদিন রাজ্যপাল বালা শনিবারের আস্থা ভোট সম্পাদন করার জন্য নির্বাচিত করেন বিজেপি বিধায়ক কেজি বোপাইয়াকে। যে সিদ্ধান্তে একেবারেই খুশি নয় কংগ্রেস ও জেডিএস। কংগ্রেসের তরফে রণদীপ সিং সূরযেওয়ালা স্পষ্ট জানিয়ে দেন, সবচেয়ে সিনিয়র বিধায়ককে স্পিকার না বেছে রাজ্যপাল বোপাইয়াকে দায়িত্ব দিয়ে ঠিক করেননি। তাঁরা আদালতে যাবেন বলেও জানান।

তারপরে কংগ্রেস আদালতে পিটিশন দাখিল করে বোপাইয়াকে সরানোর দাবি জানায়। আদালত শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুনানিতে বসবে। বিকেল ৪টেয় কর্ণাটক বিধানসভায় আস্থা ভোট হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের তরফে জানা গিয়েছে, যে তিন বিচারপতি রাজ্যপালের বিরুদ্ধে আগের মামলা শুনেছেন, সেই তিনজন বিচারপতি একে সিকরি, এসএ বোবডে ও অশোক ভূষণই এই মামলাও শুনে রায় দেবেন।

সুপ্রিম কোর্টের রায় স্পিকার নিয়োগের বিপক্ষে গেলে বিকেলে বোপাইয়া আস্থা ভোট পরিচালনা করতে পারবেন না। সেক্ষেত্রে নতুন জটিলতার সৃষ্টি হবে।

English summary
Congress-JDS petition on appointment of KG Bopaiah as speaker of Karnataka Assembly listed for 10:30 am hearing at Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X