For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিসভায় রদবদলের আশ্বাস, বিদ্রোহী বিধায়কদের ফিরে আসার আর্জি সিদ্দারামাইয়ার

কর্নাটকের জোট সরকার সূচণালগ্ন থেকেই সংকট চলছেই। জোট যে শান্তিতে নেই সেকথা প্রকাশ্যেই বহুবার বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজেই।

Google Oneindia Bengali News

কর্নাটকের জোট সরকার সূচণালগ্ন থেকেই সংকট চলছেই। জোট যে শান্তিতে নেই সেকথা প্রকাশ্যেই বহুবার বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী নিজেই। এমনকী জোট সমস্যায় জর্জরিত কুমারস্বামী প্রকাশ্যে কেঁদেও ফেলেছিলেন। ১৩ জন বিধায়ক পদত্যাগ করার পর সেই সংকট যে এখন চরমে তা আর বলার অপেক্ষা রাখে না। ওদিকে সরকার ফেলতে মরিয়া বিজেপি বিদ্রোহী বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিধায়কদের দল বদল থেকে আটকাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে পাঁচ তারা হোটেলে রাখা হয়েছে তাঁদের। মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে মন্ত্রিসভা গড়ার প্রস্তাব দিেয়ছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীত্ব নিেয় যে ক্ষোভ তৈরি হয়েছে তা নিরাময়ে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার এই প্রস্তাব বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিসভায় রদবদলের আশ্বাস, বিদ্রোহী বিধায়কদের ফিরে আসার আর্জি সিদ্দারামাইয়ার

সোমবার সকালে উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরার বাড়িতে প্রতঃরাশে বৈঠক করেনল রাজ্যের কংগ্রেস নেতারা। কংগ্রেসের পরিষদীয় দলনেতা সিদ্দারামাইয়া, মন্ত্রী ইউটি কাদের, শিবশঙ্কর রেড্ডি, ভেঙ্কটারামানাপ্পা, জয়মালা, এম বি পাটিল, কৃষ্ণা বেরে গৌড়া, রাজশেখর পাটিল, ডি কে শিবকুমার ও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিদ্রোহী কংগ্রেস নেতাদের কীভাবে মন্ত্রিসভায় ফেরানো যায় তা নিয়েই আলোচনা হয়েছে।

[আরও পড়ুন: এক রাতের ভাড়া ২৫,০০০ টাকা, দলবদল রুখতে বৈভবের দিন যাপন কর্নাটকের বিধায়কদের][আরও পড়ুন: এক রাতের ভাড়া ২৫,০০০ টাকা, দলবদল রুখতে বৈভবের দিন যাপন কর্নাটকের বিধায়কদের]

এই বৈঠকেক কয়েক ঘণ্টা পড়েই আবার কর্নাটক বিধানসভার নির্দল বিধায়ক নাগেশ পদত্যাগ করেছেন। পদত্যাগের পরেই তাঁকে বিশেষ চার্টার্ড বিমানে করে মুম্বইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তারপরেই কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া সাংবাদিক বৈঠক করে ২১ জন বিদ্রোহী বিধায়ককে ফিরে আসার আর্জি জানিয়েছেন।

[আরও পডুন:লোকসভা ভোটে ভরাডুবির জের, ভেঙে দেওয়া হবে কংগ্রেসের ডেটা অ্যানালিসিস টিম][আরও পডুন:লোকসভা ভোটে ভরাডুবির জের, ভেঙে দেওয়া হবে কংগ্রেসের ডেটা অ্যানালিসিস টিম]

English summary
Congress and JDS MLAs voluntarily resign from their posts in the coalition government in order to salvage the situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X