For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে মোদী-পাওয়ার বৈঠক! ভিন্ন মত কংগ্রেস, শিবসেনার

শারদ পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অখুশি কংগ্রেস। সূত্রের খবর এমনটাই। তারা বলছে, বৈঠকের সময়টাই ভুল।

  • |
Google Oneindia Bengali News

শারদ পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অখুশি কংগ্রেস। সূত্রের খবর এমনটাই। তারা বলছে, বৈঠকের সময়টাই ভুল। এদিন মহারাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শারদ পাওয়ার। যদিও শিবসেনা এই বৈঠক নিয়ে খুব বেশি উদ্বেগ দেখাতে রাজি নয়। তারা বলছে, রাজ্যের কৃষকদের সমস্যা নিরসনে পাওয়ার যে কারও সঙ্গে কথা বলতে পারেন।

পাওয়ার-মোদী বৈঠক

পাওয়ার-মোদী বৈঠক

এদিন সংসদ ভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেন শারদ পাওয়ার। যা নিয়ে সব মহলেই জল্পনা তৈরি হয়। যদিও বৈঠকের আগে পাওয়ার জানিয়েছিলেন, মহারাষ্ট্রের কৃষকদের পরিস্থিতি নিয়েই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তবে রাজনৈতিক মহল মনে করছে বৈঠকে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়েও আলোচনা হয়েছে। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বৈঠকে শারদ পাওয়ার লিখিতভাবে মহারাষ্ট্রের কৃষকদের সমস্যা জানান বলে জানা গিয়েছে। কৃষকদের জন্য ঋণ মকুবের পাশাপাশি কেন্দ্রীয় সাহায্যেরও দাবি তোলেন তিনি।

অসন্তুষ্ট কংগ্রেস

অসন্তুষ্ট কংগ্রেস

শারদ পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে অখুশি কংগ্রেস। সূত্রের খবর এমনটাই। তারা বলছে, বৈঠকের সময়টাই ভুল।

উদ্বেগ নেই শিবসেনার

উদ্বেগ নেই শিবসেনার

ভিতরে সরকার গঠন নিয়ে উদ্বেগ থাকলেও, বাইরে সেই উদ্বেগ দেখাতে রাজি নয় শিবসেনা। এদিন পাওয়ার ও মোদীর বৈঠক নিয়ে খুব বেশি উদ্বেগ দেখাতে রাজি হয়নি তারা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, রাজ্যের কৃষকদের সমস্যা নিরসনে পাওয়ার যে কারও সঙ্গে কথা বলতে পারেন পাওয়ার। শিবসেনা আরও বলছে সংসদের ভিতরে হোক কিংবা বাইরে, প্রধানমন্ত্রীর সঙ্গে যে কেউ কথা বপলতে পারেন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মহারাষ্ট্রে সরকার

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মহারাষ্ট্রে সরকার

কংগ্রেস নেতারা নিশ্চিত যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মহারাষ্ট্রে অবিজেপি সরকার গঠন হয়ে যাবে। তবে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে কংগ্রেস। তারা বলছে, যদি উদ্ধব ঠাকরে সাম্প্রদায়িক কোনও কাজ করেন, তাহলে, কংগ্রেস জোট সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস ও এনসিপি শিবসেনাকে নিয়ে সরকার গঠনে রাজি হলেও, এখনও কোন শক্তপোক্ত কোনও আশ্বাস দেয়নি।
শিবসেনা জানিয়েছে, আগামী ৫-৬ দিনের মধ্যে মহারাষ্ট্রে সরকার গঠনের পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবে। গত ১০-১৫ দিন দরে সরকার গঠনে যে বাধা তৈরি হয়েছে, তা আর থাকবে না, আশা প্রকাশ করেছে শিবসেনা।

English summary
Congress is unhappy with NCP's meet with PM, Shiv Sena has brushed off concerns over the meeting. They, said Pawer is free to meet anyone for the cause of farmers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X