For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির নজর থেকে বাঁচাতে মহারাষ্ট্রের দলের বিধায়কদের জয়পুরে আগলে রেখেছে কংগ্রেস

বিজেপির নজর থেকে বাঁচাতে মহারাষ্ট্রের দলের বিধায়কদের জয়পুরে আগলে রেখেছে কংগ্রেস

Google Oneindia Bengali News

সেই পুরনো ছক। কর্নাটকের ধাঁচেই মহারাষ্ট্রের দলীয় বিধায়কদের আগলে রেখেছে কংগ্রেস। রাজস্থানের জয়পুরে একটি রিসর্টে রাখা হয়েছে কংগ্রেস বিধায়কদের। আজ সকালেই জয়পুরে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে। সেখান থেকে সটান দিল্লিতে উড়ে এসেছেন ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য।

বিজেপির নজর থেকে বাঁচাতে মহারাষ্ট্রের দলের বিধায়কদের জয়পুরে আগলে রেখেছে কংগ্রেস

মহারাষ্ট্রের জয়ী ৪০ জন কংগ্রেস বিধায়ককে রবিবারই রাজস্থানে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। তার আগে যোধপুরে ঘুরে এসেছেন তাঁরা। আজ পুষ্করের মেলা দেখতে যাওয়ার কথা বিধায়কদের। সেখান থেকে তাঁরা যাবেন আজমেঢ় শরিফে। তাঁদের গতিবিধির উপর নজর রাখার দায়িত্ব পড়েছে মল্লিকার্জুন খাড়গে, অশোক চবন, অবনীশ পাণ্ডের। সূত্রের খবর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর রাজস্থানে থাকা মহারাষ্ট্রের বিধায়কদের মুম্বই নিয়ে যাওয়া হবে।

এদিকে সোমবার সকাল থেকেই মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে সমীকরণ বদলাতে শুরু করেছে। শিবসেনাকে এনসিপি সমর্থন জানালে শরিক কংগ্রেসের অবস্থান কী হবে তা নিয়ে সোনিয়া গান্ধীর বাসভবনে চলছে ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক। সূত্রের খবর শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে এনসিপি জোট গড়লে কংগ্রেস বাইরে থেকে তাঁদের সমর্থন জানাবে। যদিও সোনিয়া গান্ধী এই বিষয়টি নিয়ে এখনও সুনিশ্চিত হতে পারছেন না। কারণ শিবসেনার সঙ্গে হাত মেলানোর বিষয়টি ঠিক মেনে নিতে পারছেন না তিনি। সেকারণেই হাইকমান্ডের এই জরুরি বৈঠক বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে সরকার গঠন: রাজনৈতিক আসরে জব্বর বোমা ফাটালেন শরদ! 'পাওয়ার' গেম শুরুমহারাষ্ট্রে সরকার গঠন: রাজনৈতিক আসরে জব্বর বোমা ফাটালেন শরদ! 'পাওয়ার' গেম শুরু

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রাউতেরমহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির চক্রান্ত করছে বিজেপি, বিস্ফোরক মন্তব্য সঞ্জয় রাউতের

English summary
Congress is trying to keep its flock together at a resort near Jaipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X