সিএএ নিয়ে কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, দাবি অমিত শাহের
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ–আন্দোলনে বিঘ্নিত হচ্ছে দেশের শান্তি। পরিস্থিতি এতটাই জটিল যে পুলিশ–প্রশাসনও তা নিয়ন্ত্রণ করতে পারছে না। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সবের জন্য দেশের বিরোধী দলগুলির ঘাড়েই দায় চাপালেন। তিনি জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীরাই দেশবাসীকে ভুল বোঝাচ্ছে এবং মানুষকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে রাজধানী দিল্লির আবহাওয়া নষ্ট করছে।

দিল্লি বিকাশ সংগঠনের আয়োজিত এক অনুষ্ঠানে এসে অমিত শাহ জানান, দিল্লিতে কেজরিওয়াল সরকারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সময় এসেছে বিজেপি এবার রাজধানীতে পরবর্তী সরকার গড়বে। শাহ সিএএ নিয়ে বলেন, 'বিরোধী দল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সিএএ নিয়ে মানুষকে বিপথগামী করছে এবং বিরোধীরা দিল্লির শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে।’ প্রসঙ্গত এই আইন পাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ–আন্দোলন–প্রতিবাদ দেখা দিয়েছে। হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হচ্ছে সর্বত্র। দিল্লি এবং উত্তরপ্রদেশে এই সিএএ–এর প্রভাব পড়েছে বেশি। বিক্ষোভের পাশাপাশি সরকারি সম্পত্তিও ভাঙচুরও করেছে বিক্ষোভকারীরা। গোটা দেশে এই আন্দোলনের বলি হয়েছে ২০ জন। উত্তরপ্রদেশে বুধবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবাও।