ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় কংগ্রেস! নাম চূড়ান্ত হওয়ার পথে
ঝাড়খণ্ডে বিজেপিকে টেক্কা দিতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেই নির্বাচনে লড়াই করতে চায় কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই তারা নামও প্রায় ঠিক করে ফেলেছে। এব্যাপারে গৌরব বল্লভকে বেছে নিতে চলেছে তারা। মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে দেখা যেতে পারে বলেও সূত্রের খবর।

গৌরভ বল্লভ জামশেদপুরের এক্সএলআরআই ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে অর্থনীতির অধ্যাপক। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে তাঁর ডক্টরেট রয়েছে। এছাড়াও বেশ কিছু বইও লিখেছেন তিনি। আগে তিনি বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গেও যুক্ত ছিলেন।
একাডেমিশিয়ান পরিবারে জন্ম গৌরব বল্লভের। তবে পরিবারের মধ্যে তিনিই রাজনীতিতে যোগ দিয়েছেন। জানুয়ারিতে তাঁকে কংগ্রেসের তরফে মুখ্পত্র হিসেবে যুক্ত করা হয়েছে। বিজেপির সম্বিত পাত্রের সঙ্গে বক্তব্যের লড়াইয়ে তিনি সবার নজরে পড়েছিলেন।
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিষেধাজ্ঞা বহাল