For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের পরাজয় নিশ্চিত করতে ডাক কারাতের! বিজেপি নয়, লড়াই বামেদের বিরুদ্ধে, বলছে সিপিএম

রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করায় ক্ষুব্ধ শাসক সিপিএম। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোটের অংশীদার সিপিএমও। রাহুল গান্ধীকে পরাজয় নিশ্চিত করতে সব ধরনের কাজ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করায় ক্ষুব্ধ শাসক সিপিএম। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোটের অংশীদার সিপিএমও। রাহুল গান্ধীকে পরাজয় নিশ্চিত করতে সব ধরনের কাজ করা হবে। জানিয়েছেন প্রাক্তন সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। কেরলের বাম জোট ইতিমধ্যেই ওই আসনে সিপিআই-এর পিপি সানিরকে ওই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

ওয়াইনাদ-এ রাহুলের দাঁড়ানো নিয়ে সাফাই

ওয়াইনাদ-এ রাহুলের দাঁড়ানো নিয়ে সাফাই

কংগ্রেসের তরফে দলের সভাপতির নাম কেরলে ওয়াইনাদ আসন থেকে ভোটের লড়াইয়ে ঘোষণা করা হয়েছে। কংগ্রেস বলছে নরেন্দ্র মোদী উত্তর ও দক্ষিণের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। সেই জন্যই কংগ্রেসের এই উদ্যোগ। জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।

রাহুলের পরাজয় নিশ্চিত করতে ডাক প্রকাশের

রাহুলের পরাজয় নিশ্চিত করতে ডাক প্রকাশের

কংগ্রেসের এই ব্যাখ্যায় শান্ত নয় সিপিএম। দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেছেন, কেরলে বামেদের বিরুদ্ধে লড়াই করতে চায় কংগ্রেস সেই জন্যই এই উদ্যোগ। এই সিদ্ধান্তে জাতীয় পর্যায়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্তের বিরোধী। কেননা কেরলে এলডিএফ জোট মূলত বিজেপির বিরুদ্ধেই লড়াই করছে। কংগ্রেসের এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করা হবে। রাহুল গান্ধীর পরাজয় নিশ্চিত করতে যাবতীয় কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন:আমেথি ছাড়াও কেরল থেকেও প্রতিদ্বন্দ্বিতা রাহুলের! কংগ্রেস সভাপতির লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে][আরও পড়ুন:আমেথি ছাড়াও কেরল থেকেও প্রতিদ্বন্দ্বিতা রাহুলের! কংগ্রেস সভাপতির লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে]

রাহুলের লড়াই বামেদের বিরুদ্ধে, বলছেন পিনারাই বিজয়ন

রাহুলের লড়াই বামেদের বিরুদ্ধে, বলছেন পিনারাই বিজয়ন

ওয়াইনাদ আসনে সিপিআই প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দাঁড় করানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর মতে লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, এই সিদ্ধান্তে বামেদেরই চ্যালেঞ্জ জানানো হয়েছে। শুধু ওয়াইনাদ নয়, রাজ্যের ২০ টি আসনেই একই ধরনের লড়াই হবে বলে জানিয়েছেন তিনি। বিজয়নবলেন, রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল যেই কেন্দ্রে শুধুমাত্র বিজেপি প্রার্থী লড়াই করছেন। রাহুলের এই লড়াই বামেদের বিরুদ্ধেই, মন্তব্য করেছেন বিজয়ন।

ওয়াইনাদ-এ ভোট ২৩ এপ্রিল। এই কেন্দ্রে কংগ্রেস যথেষ্টই শক্তিশালী। ডিলিমিটেশনের পর ২০০৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটিতে প্রথম ভোট হয়।

[আরও পড়ুন: ওয়াইনাদে প্রার্থী রাহুল! কংগ্রেসের কাছে জবাব চাইল সিপিআই][আরও পড়ুন: ওয়াইনাদে প্রার্থী রাহুল! কংগ্রেসের কাছে জবাব চাইল সিপিআই]

English summary
Congress is going to target Left, will strongly oppose said Prakash Karat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X