For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, সমর্থন নিলেও ফের তোপ অরবিন্দ কেজরিওয়ালের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর: বাইরে থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ছেন। তবুও কংগ্রেসকে বিঁধতে ছাড়ছেন না অরবিন্দ কেজরিওয়াল। তাদের 'দুর্নীতিগ্রস্ত', 'ধাপ্পাবাজ' ইত্যাদি বিশেষণে ভূষিত করে ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সব কেলেঙ্কারির তদন্ত হবে।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, কংগ্রেসের একটাই আদর্শ। তা হল, দুর্নীতি। দলটাই ডুবে রয়েছে দুর্নীতিতে। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা আমআদমি পার্টির উদ্দেশ্য।

কিন্তু আপনারা যে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছেন? কেজরিওয়ালের ব্যাখ্যা, এটা জোট নয়। কারণ, কংগ্রেস যেচে সমর্থন দিচ্ছে। বাইরে থেকে। আমআদমি পার্টি সমর্থন ভিক্ষা চায়নি। আসলে তিনি ব্যক্তিগতভাবে কংগ্রেসের সমর্থনে সরকার গড়ার পক্ষপাতী ছিলেন না। কিন্তু, জনগণের ইচ্ছা যাচাই করে দেখেছেন, মানুষ চায় সরকারে আসুক আমআদমি পার্টি। মানুষের ইচ্ছাকে মর্যাদা জানাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের সমর্থন নিলেও তারা গত দেড় দশকে যে সব দুর্নীতি করেছে, সব তদন্ত হবে। এর জেরে তারা যদি সমর্থন তুলে নেয়, তা হলে মানুষ জবাব দেবে। কারণ, মানুষের চোখে তখন খলনায়ক হয়ে যাবে কংগ্রেস।

পাশাপাশি, বিজেপি-কেও দুর্নীতিগ্রস্ত দল বলে বর্ণনা করেছেন তিনি।

English summary
Congress is a corrupt party, Arvind Kejriwal attacks again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X