For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কার আসতেই হিড়িক, দু-মাসেই জোয়ার লেগেছে কংগ্রেসের 'শক্তি নেটওয়ার্ক'-এ

রাহুলের চাল যে মাস্টারস্ট্রোক ছিল, তা প্রমাণ করে দিয়েছেন প্রিয়াঙ্কা স্বয়ং। প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে আসার পরই হু-হু করে বাড়ছে কংগ্রেসের সদস্য সংখ্যা।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের দু-মাস আগে তাঁর প্রবেশ ঘটেছে সক্রিয় রাজনীতিতে। উত্তরপ্রদেশে হারানো গৌরব ফেরানোর লক্ষ্যে বোন প্রিয়াঙ্কার হাতে গুরুভার তুলে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর রাহুলের এই চাল যে মাস্টারস্ট্রোক ছিল, তা প্রমাণ করে দিয়েছেন প্রিয়াঙ্কা স্বয়ং। প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে আসার পরই হু-হু করে বাড়ছে কংগ্রেসের সদস্য সংখ্যা।

এক লাফে ২২ শতাংশ বৃদ্ধি

এক লাফে ২২ শতাংশ বৃদ্ধি

মাত্র দু-মাসে ২২ শতাংশ সদস্য বেড়েছে কংগ্রেসের। শুধু সদস্য বাড়াই নয়, মহিলারা এগিয়ে আসছেন সক্রিয় রাজনীতিতে। এক্ষেত্রেও নজরকাড়া সাফল্য বয়ে এনেছেন প্রিয়াঙ্কা। দাদা রাহুল উত্তরপ্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়েছেন। কিন্তু রাজীব-তনয়া রাজনীতিতে নামতেই সাড়া পড়েছে দেশব্যাপী।

শক্তি নেটওয়ার্কে অভূতপূর্ব সাড়া

শক্তি নেটওয়ার্কে অভূতপূর্ব সাড়া

প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশে সাধারণ সম্পাদকের চেয়ারে বসার পর কংগ্রেসের শক্তি নেটওয়ার্কের সদস্য সংখ্যা লাফিয় লাফিয়ে বাড়ছে। প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে প্রবেশের আগে কংগ্রেসের শক্তি নেটওয়ার্কের সদস্য সংখ্যা ছিল ৫৪ লক্ষ। এই দু-মাসের মধ্যে তা বেড়ে হয়েছে ৬৬ লক্ষ।

মহিলা সদস্য সংখ্যা ডাবল

মহিলা সদস্য সংখ্যা ডাবল

এই শক্তি নেটওয়ার্কে মহিলাদের অন্তর্ভূক্তি ছিল নগন্য। প্রিয়াঙ্কার আগমনে মহিলাদের উপস্থিতিও বাড়ছে। এতদিন ছিল ২২ শতাংশ মহিলা সদস্য। প্রিয়াঙ্কার আসার পর দুমাসে সদস্য সংখ্যা ছাড়িয়েছে ৪০ শতাংশ। অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়েছে সদস্য সংখ্যা।

বুথ স্তরেও কর্মীবৃদ্ধি দ্বিগুণ

বুথ স্তরেও কর্মীবৃদ্ধি দ্বিগুণ

প্রিয়াঙ্কার যোগদানের পর বুথস্তরেও কর্মীর সংখ্যা বেড়েছে। উত্তরপ্রদেশের বুথস্তরে কর্মীর সংখ্যা ছিল দেড় লক্ষ। একলাফে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে সাড়ে তিন লক্ষ। লোকসভা ভোটের আগে যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। রাহুলও খুশি প্রিয়াঙ্কার উপস্থিতিতে অভূতপূর্ব সাফল্যের পর।

সাড়া ভিনরাজ্যেও

সাড়া ভিনরাজ্যেও

শুধু উত্তরপ্রদেশেই নয়, ভিন রাজ্যেও প্রিয়াঙ্কার আগমন সাড়া ফেলে দিয়েছে। ভিনরাজ্যেও কংগ্রেস অক্সিজেন পাচ্ছেষ বাড়ছে কর্মীর সংখ্যা। দক্ষিণের তামিলনাড়ুতেও কংগ্রেস আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে এই দুমাসে। কেরলেও সদস্য বাড়ছে কংগ্রেসের। ফলে আরও ভালো ফলের আশা করছে কংগ্রেস।

শক্তি নেটওয়ার্কের পরিসংখ্যান

শক্তি নেটওয়ার্কের পরিসংখ্যান

২০১৮ সালে কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স বিভাগের দায়িত্ব নেন বাঙালি পরিসংখ্যানবিদ প্রবীণ চক্রবর্তী। তিনি দায়িত্ব নিয়েই শক্তি নেটওয়ার্ক তৈরি করেন। এই ডেটা অ্যানালিটিক্স বিভাগের পরিসংখ্যান অনুযায়ী গত দু-সপ্তাহে আড়াই লক্ষ বুথকর্মীর রেজিস্ট্রেশন হয়েছে দেশে। আর সক্রিয় বুথ কর্মীদের সংখ্যা ৫৪ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৬৪ লক্ষ।

English summary
Congress increases 22 percent in Uttar Pradesh after Priyanka Gandhi’s appearance. Priyanka joins in Congress before two months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X