For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে ভাঙন ধরিয়ে সচিন শিবির নিখোঁজ! রহস্য ক্রমেই দানা বাঁধছে মরুরাজ্যে

  • |
Google Oneindia Bengali News

মরুরাজ্য রাজস্থানের রাজনৈতিক অঙ্ক ক্রমেই জটিল হচ্ছে।সেখানে বারবার নতুন নতুন রাজনৈতিক নাটকীয় মোড় গোটা পরিস্থিতিকে অন্য এক রূপ দিতে শুরু করেছে। হরিয়ানায় মানেসরের যে রিসর্টে সচিন ছিলেন সেই জায়গাকে হঠাৎই কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করা থেকে শুরু করে সচিনের হাইকোর্ট গমন, সমস্তটাই রাজনীতির গণিতভূক্ত বলে দাবি করা হচ্ছে।

কোথায় সচিনরা ?

কোথায় সচিনরা ?

রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট ও তাঁর সহযোগী বিধায়করা এই মুহূর্তে কোথায় তা নিয়ে ব্যাপক দোলাচল শুরু হয়ে গিয়েছে। কোনও মতেই সচিন পাইলটের খোঁজ মিলছে না। আর তা নিয়েই রহস্য দানা বাঁধতে শুরু করেছে।

 অসম নিয়ে কথা অথচ...

অসম নিয়ে কথা অথচ...

রাজস্থানের সাম্প্রতিক রাজনৈতিক উত্থান পতন নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ। সেখানে সচিন পাইলটের সাম্প্রচিক টুইট ছিল অসমের বন্যা নিয়ে। আর এমন টুইট দিয়ে কংগ্রেসে কোণঠাসা সচিন কোন বার্তা দিতে চাইছেন , তা নিয়ে রহস্য রয়েছে।

সচিন শিবির ঘিরে রহস্য

সচিন শিবির ঘিরে রহস্য

সচিন শিবির এই মুহূর্তে কোথায় তার খোঁজে রাজস্থান সরকারের একটি বিশেষ এসওজি টিম বেড়িয়ে পড়েছে । তাঁরা হরিয়ানার রিসর্টে সচিনদের খুঁজেও সেখানে কাউকে পায়নি। এরপর শোনা গিয়েছে সচিনরা বেঙ্গালুরুতে গিয়েছেন। সন্দেহ দানা বাঁধে সচিন-বিজেপি আঁতাত নিয়ে। কারণ কর্ণাটক এখন বিজেপির দখলে। এমন পরিস্থিততে দেখা যায় বেঙ্গালুরুতেও সচিন শিবির নেই।

 টেপ নিয়ে এসআইটি

টেপ নিয়ে এসআইটি

এদিকে, রাজস্থান প্রশাসনের তরফে লিকড টেপ নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। এই দল তদন্ত করে দেখবে যে, রাজস্থানে সরকার ফেলে দেওয়ার জন্য যে ষড়যন্ত্রের অভিযোগ ছিল, তাতে বিশেষ টেপগুলিতে মূল প্রমাণ হিসাবে কতটা কার্যকরী।

ভারতে হাড়হিম করা পরিস্থিতি করোনার জেরে! দৈনিক সংক্রমণে ১৯ জুলাই নয়া রেকর্ডভারতে হাড়হিম করা পরিস্থিতি করোনার জেরে! দৈনিক সংক্রমণে ১৯ জুলাই নয়া রেকর্ড

English summary
Congress in Turmoil in Rajasthan, Mystery over whereabout of Sachin Pilot's Camp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X