For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে জেভিএম মিশে যাওয়ার পরই দলে বড় ভাঙন, কপালে ভাঁজ বাবুলাল মারান্ডির

বিজেপিতে জেভিএম মিশে যাওয়ার পরই দলে বড় ভাঙন, কপালে ভাঁজ বাবুলাল মারান্ডির

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গে ঝাড়খণ্ডের আঞ্চলিক দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা( প্রজাতান্ত্রিক)-এর মিলে যাওয়ার পরেই চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের। বাকিদের মধ্যে বিষ্ময় জাগিয়ে তারা দাবি করেছে, জেভিএমপির ৩ বিধায়কের মধ্যে দুজন তাদের সঙ্গে যোগ দিয়েছে। আর আঞ্চলিকদলটি ১ মার্চ তাদের সঙ্গে মিশে যাবে।

বাবুলাল মারান্ডির ঘোষণার পরেই বিজেপির ঘোষণা

বাবুলাল মারান্ডির ঘোষণার পরেই বিজেপির ঘোষণা

সোমবার অমিত শাহের উপস্থিতিতে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি তাঁর নেতৃত্বাধীন আঞ্চলিক দলকে বিজেপির সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরেই কংগ্রেসের তরফে ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত আরপিএন সিং দাবি করেন জেভিএমপির ৩ বিধায়কের মধ্যে দুজন তাদের সঙ্গে যোগ দিয়েছে। এই দুই বিধায়ক হলেন, প্রদীপ যাদব এবং বন্ধু তিরকে। তিন বিধায়কের দুজনই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করায় দুতৃতীয়াংশ নিয়ে জেভিএমপিএ তাদের সঙ্গে যোগ দিচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস।

মারান্ডির সঙ্গে লোক নেই, দাবি বিধায়কের

মারান্ডির সঙ্গে লোক নেই, দাবি বিধায়কের

জেভিএমপি বিধায়ক প্রদীপ যাদব দাবি করেছেন, দলের ৯৫ শতাংশ সদস্য তাদের সঙ্গে রয়েছেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডির পিছনে সেরকম কোনও লোক নেই বলেও দাবি করেছেন তিনি।

রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান

রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগদান

১ মার্চ রাহুল গান্ধীর উপস্থিতিতে দুই দল মিলে যাবে বলে জানিয়েছেন আরপিএন সিং। আরও জানানো হয়েছে রাহুল গান্ধী সভা করতে যাবেন ঝাড়খণ্ডে। দল থেকে দুই বিধায়ককে সাসপেন্ড করার প্রসঙ্গে তিনি বলেন, বিধানসভার অধ্যক্ষ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন।

অমিত শাহ ভাইস চ্যান্সেলর!

অমিত শাহ ভাইস চ্যান্সেলর!

কংগ্রেস দল ভাঙানোর খেলায় হাত লাগিয়েছে, এই অভিযোগ প্রসঙ্গে কংগ্রেস মুখপত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, অমিত শাহ ইউনিভার্সিটি অফ পোচিং-এ উপাচার্য। সারা দেশেই তিনি এই কাজে যুক্ত রয়েছেন বলে অভিযোগ কংগ্রেসের।

 বাবুলাল মারান্ডি বিজেপি ফেরায় খুশি বিজেপি

বাবুলাল মারান্ডি বিজেপি ফেরায় খুশি বিজেপি

ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি বিজেপিতে ফেরায় খুশি বিজেপি নেতৃত্ব। রঘুবর দাস নয়, এবার তাঁর হাতেই ঝাড়ণ্ড বিজেপির দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে।

English summary
Congress in Jharkhand claims two of the three Babulal Marandi led JVMP MLAs have joined it. it also claimed entire party would merge with it on March 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X