For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধীরাই ভোটব্যাঙ্কের রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে : অজয় ম্যাকেন

Google Oneindia Bengali News

বিরোধীরাই ভোটব্যাঙ্ক রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে : অজয় ম্যাকেন
নয়া দিল্লি, ৩১ অক্টোবর : নরেন্দ্র মোদীর ধর্মনিরপেক্ষতার বিষয়ে বক্তৃতা নিয়ে পাল্টা জবাব দিল কংগ্রেস। ''ধর্মনিরপেক্ষ রাজনীতি চাই, ভোটব্যাঙ্কের রাজনীতি চাই না'' মোদীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের জবাব, প্রধান বিরোধী দলই ভোটব্যাঙ্কের রাজনীতিকে প্রশ্রয় দেয়।

বৃহস্পতিবার সর্দার বল্লভ ভাই পটেলের ঐক্যমূর্তির ভিত্তিপ্রস্থর স্থাপন মঞ্চে দাঁড়িয়ে মোদী যে বক্তৃতা দেন এদিন তার সমালোচনা করে কংগ্রেস। এআইসিসি-র সাধারণ সম্পাদক ও যোগাযোগ দফতরের ভারপ্রাপ্ত অজয় ম্যাকেন এদিন সামবাদিক সম্মেলনে জানান, ভোটব্যাঙ্কের রাজনীতিকে বিরোধীরাই প্রশ্রয় দিচ্ছে। এখন থেকে নয় স্বাধীনতার সময় থেকেই এটা চলছে। এই কারণেই সর্দার পটেল আরএসএস-এর বিরুদ্ধে ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বিজেপি ও আরএসএস বারবার ভারতের গোড়ায় আক্রমণ করছে বলেও জানিয়েছেন তিনি।

বিরোধী আসনে বসে বিজেপি ও আরএসএস যেভাবে জনসাধারণের অভিব্যক্তিমুক্ত ধারণাকে আঘাত করে চলেছে, ক্ষমতায় আসলে তারা মানুষের এই অভিব্যক্তিমুক্ত ধারণাকে যে কীভাবে আক্রমণ করবে তা কল্পনাতীত বলেও মন্তব্য করেন ম্যাকেন।

বলেছেন, সর্দার পটেলকে ধর্মনিরপেক্ষ বলায় আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উনি যা বলেছেন ঠিকই বলেছেন। আমি ওঁনার সঙ্গে সহমত পোষণ করি। কিন্তু সর্দার পটেলের মতো নেতাকে কোনও একটি দলের সঙ্গে যুক্ত দেখানোটা ঠিক নয়। নেতারা কোনও নির্দিষ্ট দলের হন না, তাঁরা দেশের অংশভুক্ত হন। সর্দার পটেলের আদর্শে ধর্মনিরপেক্ষ রাজনীতি চাই,ভোট ব্যঙ্কের রাজনীতি চাই না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই সব মন্তব্যেরই পাল্টা জবাব এদিন কংগ্রেসের তরফে দেওয়া হয়েছে।

English summary
Congress hits back at Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X