For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে বিদ্রোহ চরমে, ৩ বিধায়ককে শোকজ করতে চলেছে কংগ্রেস হাইকমান্ড

রাজস্থানে বিদ্রোহ চরমে, ৩ বিধায়ককে শোকজ করতে চলেছে কংগ্রেস হাইকমান্ড

Google Oneindia Bengali News

রাজস্থান কংগ্রেসে বিদ্রোহ চরমে। তাতে প্রবল ভাবে অসন্তুষ্ট কংগ্রেস হাইকমান্ড। সোিনয়া গান্ধী এই নিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে। সূত্রের খবর বিক্ষুব্ধদের সংঘবদ্ধ করার অভিযোগে ৩ কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করা হতে পারে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন সচিন পাইলট। ২ একদিেনর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাসপেন্ডের পথে ৩ বিধায়ক

সাসপেন্ডের পথে ৩ বিধায়ক

অশোক গেহলট অনুগামীদের বিক্ষোভে উত্তাল রাজস্থান। সচিন পাইলটকে কিছুতেই মুখ্যমন্ত্রী পদে চাননা তাঁরা। ৯০ জন কংগ্রেস বিধায়ক ইতিমধ্যেই পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁরা রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখাও করে এসেছেন। এই নিয়ে বেজায় অসন্তুষ্ট সোিনয়া গান্ধী। সূত্রের খবর রাজস্থানের তিন কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করা হতে পারে। বিদ্রোহ সংগঠিত করার অভিযোগে তাঁদের সাসপেন্ড করতে পারে হাইকমান্ড। ইতিমধ্যেই এই নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

পাইলটেই কি আস্থা?

পাইলটেই কি আস্থা?

রাজস্থান কংগ্রেসে এই বিদ্রোহ নিয়ে একেবারে নিশ্চুপ অশোক গেহলট। তাতেই আরও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। তাহলে কি সভাপতি পদের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদও ধরে রাখতে চাইছেন অশোক গেহলট? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে সচিন পাইলটকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে।তিনি পৌঁছেও গিয়েছেন সেখানে। তঁাকে নিয়ে বৈঠকে বসার কথা আজ। মনে করা হচ্ছে রাজস্থান নিয়ে সিদ্ধান্ত নিতেই সচিন পাইলটকে তলব করা হয়েছে।

কমলনাথকে ঘিরে জল্পনা

কমলনাথকে ঘিরে জল্পনা

কংগ্রেসের সভাপতি িনর্বাচনের প্রস্তুতি যখন চরমে ঠিক তখনই জল্পনা বাড়িয়েছে কংগ্রেস নেতা কমলনাথ। হঠাৎ করেই দিল্লিতে হাজির তিিন। তাহলে কি গেহলটের জায়গায় কমলনাথকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও কমলনাথ িনজে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিিন জানিয়েছেন সোনিয়া গান্ধীকে নবরাত্রির শুভেচ্ছা জানাতে এসেছিলেন। এই িনয়ে জল্পনার পারদ চড়েছে।

সুযোগের অপেক্ষার বিজেপি

সুযোগের অপেক্ষার বিজেপি

কংগ্রেসের এই দ্বন্দ্বের দিকে ওত পেতে রয়েছে বিজেপি। রাজস্থান থেকে বিজেপি নেতা এসে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি অমিত শাহ এবং নাড্ডাদের জানাচ্ছেন। স্বভাপতি নির্বাচনের সুযোগে বিজেপিকে বড় সুযোগ করে দিয়েছে কংগ্রেস তাতে কোনও সন্দেহ েনই। এই নিয়ে জল্পনার পারদ চড়ছে। তাহলে কি বিনা বাঁধায় রাজস্থানে কংগ্রেস সরকারের পতন ঘটতে চলেছে। জল্পনার পারদ আরও চড়ছে।

রাজ্যের তিন কোটি মানুষের বিশ্বাস তাঁদের সঙ্গে! বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করে দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর রাজ্যের তিন কোটি মানুষের বিশ্বাস তাঁদের সঙ্গে! বিধানসভায় আস্থা প্রস্তাব পেশ করে দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

English summary
3 MLA's from Rajasthan Congress May Get Show-cause Notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X