For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কার্যত পর্যুদস্ত হল কংগ্রেসের হাতে, রাজস্থানে পুর-নির্বাচনে বিপুল জয়ে উচ্ছ্বাস

বিজেপিকে হারিয়ে রাজস্থানে কংগ্রেসের জয়জয়কার হল। লোকসভার ভোটে ভরাডুবির পর কামব্যাক করল কংগ্রেস। লোকসভায় বিজেপি কংগ্রেসকে ধরাশায়ী করলেও পুরসভা ভোটে কংগ্রেসের কাছে গোহারা হারতে হল তাদের।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে হারিয়ে রাজস্থানে কংগ্রেসের জয়জয়কার হল। লোকসভার ভোটে ভরাডুবির পর কামব্যাক করল জাতীয় কংগ্রেস। লোকসভায় বিজেপি কংগ্রেসকে ধরাশায়ী করলেও পুরসভা ভোটে কংগ্রেসের কাছে গোহারা হারতে হল তাদের। বিপুল জয়লাভে কংগ্রেস ফের বার্তা দিতে সমর্থ হল যে লোকসভা নির্বাচনে বিজেপির জয়প্রাপ্তি ফ্লুক ছিল।

পুর পরিষদে বিপুল জয় কংগ্রেসের

পুর পরিষদে বিপুল জয় কংগ্রেসের

রাজস্থানের লোকাল বডি নির্বাচনে অর্থাৎ পুরভোটে ১৭টি পরিষদের মধ্যে ১১টিতে জিতেছে কংগ্রেস। বিজেপি কেবল তিনটি পুর পরিষদ দখলে রাখতে সক্ষম হয়েছে। রাজস্থানের বাকি তিনটি পুর পরিষদে জয়লাভ করেছে নির্দল প্রার্থীরা। অর্থাৎ বিজেপি ১৭টির মধ্যে মাত্র তিনটিতে জিততে সমর্থ হয়েছে।

পুরসভায় কংগ্রেসের জয়জয়কার

পুরসভায় কংগ্রেসের জয়জয়কার

তেমনি পুরসভাতেও কংগ্রেসের জয় জয়কার। ২৯টি পুরসভার মধ্যে কংগ্রেস বিজয়ী হয়েছে ১৫টিতে। বিজেপি মাত্র ছটি পুরসভা দখলে রাখতে সমর্থ হয়েছে। বাকি ৮টি পুরসভা নির্দলের দখলে গিয়েছে। পুর পরষদ ও পুরসভা ভোটে এই বিপুল জয় বিজেপিকে চরম বার্তা বলে ব্যাখ্যা করেছে কংগ্রেস।

কংগ্রেসের প্রত্যাশা অনুযায়ী ফলাফল

কংগ্রেসের প্রত্যাশা অনুযায়ী ফলাফল

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, কংগ্রেস প্রত্যাশা অনুযায়ী ফলাফল করেছে। আমাদের সরকারের কর্মক্ষমতা বিবেচনা করে রাজস্থানের মানুষ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। এই নির্বাচনী ফল প্রমাণ করে দিয়েছে আমরা সঠিক দিকেই এগিয়ে চলেছি।

দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়

দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়

কংগ্রেস নেতা ও প্রতিমন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াওয়াস বলেন, কংগ্রেস রাজস্থানের লোকাল বডি নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন জিতেছে। এই ফলাফল বিজেপির জন্য একটি বার্তা। ৩৭০ ধারা বিলোপ এবং রাম মন্দিরের মতো বিষয়গুলি যে রাজস্থানের প্রত্যাখ্যান করেছে, তা বিজেপিকে হারিয়েই বুঝিয়ে দিয়েছে

বিজেপিকে হারিয়ে কংগ্রেসের কামব্যাক

বিজেপিকে হারিয়ে কংগ্রেসের কামব্যাক

উল্লেখ্য, কংগ্রেস বিজেপিকে পরাজিত করে ২০১৮ সালের ডিসেম্বর ক্ষমতায় ফিরেছিল রাজস্থানে। তবে তিনমাস পরে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এ রাজ্যে ২৫টি আসনেই জয়লাভ করে। এরপর রাজস্থানের ৪৯টি লোকাল বডি নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে কংগ্রেস।

বিগত নির্বাচনের ফলাফল যেমন ছিল

বিগত নির্বাচনের ফলাফল যেমন ছিল

রাজস্থানে ৪৯টি পুরসভার মধ্যে ২১টি করে নিয়ন্ত্রণ ছিল কংগ্রেস ও বিজেপি। অর্থাৎ কংগ্রেসের দখলে ছিল ২১টি পুরসভা ও বিজেপির দখলে ছিল ২১টি। বাকি সাতটি পুরসভার দখল ছিল নির্দলের দখলে। এবার বিজেপিকে একেবারে পর্যুদস্ত করে ছাড়ল কংগ্রেস।

English summary
Congress has won against BJP in urban local body election in Rajasthan. BJP again gets taste of defeat in Rajasthan after great winning in LS election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X