For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের প্রার্থী তালিকায় চমক দিল্লি বিধানসভা নির্বাচনে, দ্বারকায় প্রার্থী আপ বিধায়ক

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ৫৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল কংগ্রেস। ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে।

Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য ৫৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল কংগ্রেস। ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আপ সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপিও প্রার্থী ঘোষণা করেছে সিংহভাগ আসনে। এবার কংগ্রেস ৫৪ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল।

দিল্লি বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় চমক কংগ্রেসের

কংগ্রেস তাদের প্রার্থী তালিকায় স্থান দিয়েছে দ্বারকা বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক তথা আম আদমী পার্টি ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া আদর্শ শাস্ত্রীকে। তবে কংগ্রেস এখনও নয়াদিল্লি আসন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থীর নাম স্থির করেনি। লক্ষ্মণ রাওয়াতকে পাটপাড়গঞ্জ থেকে ডেপুটি সিএম মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে ভোট ময়দানে নামা্চ্ছে কংগ্রেস।

কংগ্রেসে ফিরে আসা আপের প্রাক্তন নেতা আলকা লাম্বাকেও চাঁদনী চক আসন থেকে প্রার্থী করা হয়েছে। এবং নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ প্রতিদ্বন্দ্বিতা করবেন সঙ্গম বিহার থেকে। এছাড়াও অরবিন্দর সিং লাভলি গান্ধী নগর আসন থেকে ২০২০ সালের দিল্লির বিধানসভা নির্বাচনে লড়বেন।

দিল্লির প্রাক্তন মন্ত্রী অশোককুমার ওয়ালিয়া কৃষ্ণনগর আসন থেকে, হারুন ইউসুফ বল্লিমারণ থেকে, মাতিন আহমেদ সিলামপুর থেকে লড়াই করবেন দিল্লির নির্বাচনে। দ্বারকা আসন থেকে টিকিট না দেওয়ায় আদর্শ শাস্ত্রী আম আদমি পার্টি ত্যাগ করেছিলেন এবং শনিবার রাজ্য সভাপতি সুভাষ চোপড়া এবং এআইসিসির ইনচার্জ পিসি চকোর উপস্থিতিতে তিনি দিল্লি ইউনিট কার্যালয়ে এসে কংগ্রেসে যোগ দেন।

English summary
Congress has released first list of candidates for the upcoming Delhi Assembly election. The party also fielded former AAP MLA Adarsh Shastri from the Dwarka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X