For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর উপর পূর্ণ আস্থা আছে কংগ্রেসের, বললেন রশিদ আলভি

Google Oneindia Bengali News

রাহুল গান্ধীর উপর পূর্ণ আস্থা আছে কংগ্রেসের, বললেন রশিদ আলভি
নয়াদিল্লি, ২৯ জুন : যে যাই বলুক দলের সহ সভাপতি রাহুল গান্ধীর উপর পূর্ণ আস্থা আছে কংগ্রেসর। রবিবারদিন একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রশিদ আলভি। গতকাল অর্থাৎ শনিবার রাহুল গান্ধী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। সে প্রসঙ্গ না টেনেই অবশ্য এদিন রাহুল গান্ধীর নেতৃত্বের পক্ষে আওয়াজ তুলেছেন আলভি।

এদিন কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী, ওঁনার নেতৃত্বে দলের পূর্ণ আস্থা রয়েছে কংগ্রেসের। এই মূহূর্তে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার উনিই যোগ্য। দল বিশ্বাস করে রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে।

মূলত রাজনৈতিক মহলের ধারণা, শনিবার রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। তিনি বলেন, ক্ষমতাসীন মানসিকতার অভাব রয়েছে রাহুল গান্ধীর মধ্যে। অনাচারের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতাই আছে শুধু তাঁর। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যে মানসিকতার দরকার হয়, তা নেই রাহুল গান্ধীর মধ্য।

শুধু তাই নয়, লোকসভা নির্বাচনে হারের দায় নিজের কাঁধে নিলেও লোকসভায় প্রধান বিরোধী দলনেতা হিসাবে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তুলে না নেওয়ায়ও রাহুলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন দিগ্বিজয় সিং।

সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসের শীর্ষ নেতার মুখে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সমালোচনা ভাল নজরে নেননি দলের একাংশ নেতা। এভাবে নেতৃত্বের উপর জনসমক্ষে প্রশ্ন তুললে দলের ভাবমূর্তি আরও নষ্ট হবে বলে মনে করছেন কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ। অন্যদিকে লোকসভা নির্বাচনে যে ফল হয়েছে রাহুল গান্ধী নেতৃত্ব না দিলে সে ফল আরও খারাপ হতে পারত বলেও মনে করছেন কংগ্রেসের বেশ কিছু নেতাকর্মী।

লোকসভায় প্রধান বিরোধী হিসাবে রাহুল গান্ধী কেন এগিয়ে এলেন না বা কেন তিনি দায়িত্ব নিলেন না দিগ্বিজয় সিংয়ের এ অসন্তোষও অমূল্য এবং একইসঙ্গে রাহুল গান্ধীর পাশাপাশি মল্লিকার্জুন খার্গের মতো অভিজ্ঞ নেতার নেতৃত্বতেও প্রশ্নচিহ্ন লাগানো হচ্ছে বলেও মনে করছেন অনেকে।

English summary
Congress has complete faith in Rahul Gandhi, says Rashid Alvi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X