মহারাষ্ট্রে সরকার গড়বে কে? সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি
সরকার গঠন নিয়ে চরম দোলাচলে মহারাষ্ট্র। শিবসেনা কার সমর্থন নিয়ে সরকার গড়বে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। যদিও এনসিপির শর্ত মেনে মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে শিবসেনা সাংসদ। কিন্তু তাতেও কি সম্মত হবে এনসিপির শরিক কংগ্রেস। সোনিয়া গান্ধী কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছিলেন শিবসেনার সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠন করতে চায় না কংগ্রেস। কিন্তু এই সুযোগ কি হাত ছাড়া করবেন সোনিয়ারা। এই নিয়ে শুরু হয়েছে প্রবল চাপান উতর। এই পরিস্থিতিতে পার্টির অবস্থান কী হবে তা স্পষ্ট করতেই আজ দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে বসছে ওয়ার্কিং কমিটির বৈঠক। তাতেই ঠিক করা হবে মহারাষ্ট্র নিয়ে সরকারের পরবর্তী রূপরেখা।
এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোনিয়া গান্ধী নিলেও। ওয়ার্কিং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করতে চান তিনি। সকাল ১০ টা থেকেই শুরু হয়ে গিয়েছে বৈঠক। সেখানে উপস্থিত রয়েছেন রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। জয়পুরে মহারাষ্ট্রের জয়ী বিধায়কদের সঙ্গে কথা বলে আলোচনা সেরে সকালেই দিল্লি পৌঁছেছেন তিনি। সূত্রের খবর কংগ্রেস বাইরে থেকে শিবসেনা-এনসিপি জোটের সরকারকে সমর্থন করতে রাজি রয়েছে। কিন্তু শিবসেনাকে সমর্থনের বিষয়ে এখনও ধন্ধে রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেকারণেই এই জরুরি বৈঠক বলে মনে করা হচ্ছে।

এদিকে বিজেপি মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া থেকে সরে আসার পরেই উদ্যোগী হয়েছে শিবসেনা। এনসিপির শর্ত মেনে মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছে শিবসেনা সাংসদ। অন্যদিকে গড় অক্ষত রাখতে দলের বিধায়কদের মুম্বইয়ের একটি হোটেলে রেখেছেন উদ্ধব ঠাকরেরা। বিজেপি বিধায়কদের ভাঙাতে পারে এমন আশঙ্কার কথা আগে থেকেই জানিয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
অন্যদিকে মুম্বইয়ের ওয়াই বি চবন সেন্টারে দলের কোর কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। সেই বৈঠকে রয়েছে প্রফুল পাটেল, সুপ্রিয়া সুলে, অজিত পাওয়ার, জয়ন্ত পাটিলরা। অন্যদিকে ফড়নবীশের বাসভবনে বৈঠকে বসেছে মহারাষ্ট্র বিজেপির কোর কমিটির সদস্যরা।