For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে রাজ্যপাট থাকবে কাদের হাতে, ক্ষমতায় আসবে কারা, কী বলছে সমীক্ষা

রাজ্যে যে তাঁরা বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার দেখতে চান না তা বোধহয় স্পষ্ট হয়ে গিয়েছে এবিপি নিউজের সমীক্ষায়।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু, মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শত্রু। এই ভাবনাই সলতে পাকিয়েছে রাজস্থানের ভোটারদের মধ্যে। ফলে লোকসভা ভোটে বিজেপিকে রাজস্থানবাসী ভোট দেবেন কিনা তা সময়ই বলবে, তবে রাজ্যে যে তাঁরা বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার দেখতে চান না তা বোধহয় স্পষ্ট হয়ে গিয়েছে এবিপি নিউজের সমীক্ষায়। দেখা যাচ্ছে, এবার রাজস্থানে পালাবদল হচ্ছে। বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। সমীক্ষায় একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসের ক্ষমতায় আসার কথা বলা হয়েছে।

ধরাশায়ী বিজেপি

ধরাশায়ী বিজেপি

রাজস্থানে মোট ২০০টি বিধানসভা আসন রয়েছে। গতবছরে বিজেপি ১৬৩টি আসন জিতে নিয়েছিল। তবে এবার আর সেই সুদিন থাকছে না। এবার বিজেপি ৮৪টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। যা আগের বারের চেয়ে ৭৯টি আসন কম। ফলে রাজস্থানে বিজেপি গদি হারাচ্ছে।

ম্যাজিক ফিগার কংগ্রেসের

ম্যাজিক ফিগার কংগ্রেসের

এদিকে কংগ্রেস গতবছরে পেয়েছিল ২১টি আসন। আর এবার ৮৯টি আসন বেড়ে সচিন পাইলটের দল পৌঁছে যাবে ১১০টি আসনে। ফলে সংখ্যাগরিষ্ঠতার ১০১টি আসন থেকে অনেক বেশি আসন পেয়েই কংগ্রেস সরকার গড়তে পারবে। এছাড়া অন্যান্যরা পেতে পারে ৬টি আসন।

ভোট শতাংশে কংগ্রেসের বাজিমাত

ভোট শতাংশে কংগ্রেসের বাজিমাত

ভোট শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিজেপি ৪১ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যরা পেতে পারে ১৪ শতাংশ ভোট। তবে সবচেয়ে বেশি ভোট পাবে কংগ্রেস। সচিন পাইলটদের ঝুলিতে যেতে পারে ৪৫ শতাংশ ভোট।

English summary
Congress going to regain Rajasthan says ABP Opinion Poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X