For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TMC কে টক্কর Congress-এর! মুখ্যমন্ত্রীর আগেই গোয়া সফরে কংগ্রেস নেত্রী

TMC কে টক্কর Congress-এর! মুখ্যমন্ত্রীর আগেই গোয়া সফরে কংগ্রেস নেত্রী

  • |
Google Oneindia Bengali News

২০২২ সালের নির্বাচনের আগে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাতে ১০ ডিসেম্বর গোয়াতে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। বৃহস্পতিবার দলীয় সূত্র মারফত জানা গিয়েছে, জনসভায় ভাষণও দেবেন তিনি।

কোথায় মধ্যাহ্নভোজ সারবেন কংগ্রেস নেত্রী

কোথায় মধ্যাহ্নভোজ সারবেন কংগ্রেস নেত্রী

প্রিয়াঙ্কা গান্ধী শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গিয়েছে। কুয়েপেম তালুকের মরপিলার উপজাতি মহিলাদের সাথে আলাপচারিতা এবং মধ্যাহ্নভোজ করবেন এবং এমসিসি হলে 'আমচেম মোল্লেম' ছাত্র কর্মীদের সাথে আলাপচারিতা করবেন বলে জানা গিয়েছে।

দলীয় কর্মীদের জন্য সম্মেলনের আয়োজন

দলীয় কর্মীদের জন্য সম্মেলনের আয়োজন

কংগ্রেস নেত্রীর কোস্টা গ্রাউন্ড, আকেম-এ একটি মহিলা সম্মেলন 'প্রিয়দর্শনী'-তেও ভাষণ দেওয়ার কথা রয়েছে। মহিলা কংগ্রেসের পদাধিকারী এবং কর্মচারিদের সাথেও একটি পরিকল্পনা করা হয়েছে। চিকালিম মাঠে মুরমুগাওয়ের দলীয় কর্মীদের একটি সম্মেলনেরও আয়োজন করা হয়েছে যেখানে, বিশিষ্ট কর্মীদের দলে অন্তর্ভুক্ত করা হবে। বুধবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন এবং জাতীয় রাজধানীতে ১ ঘণ্টার বৈঠক করেন। বৈঠকের পরে, রাউত গোয়ায় কংগ্রেসের সাথে প্রাক-নির্বাচন জোটের ইঙ্গিত দেন তিনি।

 নতুন বছরে গোয়ায় বিধানসভা নির্বাচন

নতুন বছরে গোয়ায় বিধানসভা নির্বাচন

উল্লেখযোগ্যভাবে বলা যায়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো এই বছরের সেপ্টেম্বরে কংগ্রেস ছেড়েছিলেন এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গোয়া বিধানসভা নির্বাচনের আগে দলকে আরেকটি ধাক্কায়, দলের বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক এই সপ্তাহের শুরুতে রাজ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন। প্রিয়াঙ্কার সফরের আগে, দলের নেতা রাহুল গান্ধী নির্বাচনের প্রচারের জন্য অক্টোবরে গোয়া সফর করেছিলেন। গোয়ায় বিধানসভা নির্বাচন ২০২২ সালের প্রথম দিকে হওয়ার কথা।

উল্লেখ্য, TMC এর সঙ্গে সমঝোতা চেয়েছিল জিপিপির। সমঝোতা না হওয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাত মেলায় তারা। MGP গোয়ার প্রথম শাসক দল। এর আগে BJP-র সঙ্গেও সরকারে ছিল তারা। এই নতুন বোঝাপড়ার মাঝে মমতা-অভিষেকের সফর বেশ উল্লেখযোগ্য।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
congress general secretary priyanka gandhi is scheduled to start her election campaign in goa on december 10 in bhadra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X