বিরোধীদল হিসেবে কংগ্রেস ব্যর্থ! কারণ খুঁজলেন মোদী
বিরোধীদল হিসেবে কংগ্রেস ব্যর্থ । কেননা তৃণমূল স্তরে সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের সামনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর অভিযোগ, কংগ্রেসের এক এবং একমাত্র টার্গেট হল সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা। সরকারের বিরুদ্ধে বদনাম ছড়ানোও কংগ্রেসের এজেন্ডার মধ্যে রয়েছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।

নমো অ্যাপের মাধ্যমে বিলাসপুর, বস্তি, চিতোরগড়, ধানবাদ এবং মান্দসারের বুথ পর্যায়ের কর্মীদের সামনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। কংগ্রেস যখনই কেন্দ্রে ক্ষমতায় এসেছে, তখনই দুর্নীতিতে ডুবেছে বলে অভিযোগ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গত চারবছরে কংগ্রেস সাধারণ মানুষের থেকে দূরে সরে গিয়েছে। বিরোধী হিসেবেও ব্যর্থ হয়েছে তারা। কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য হল অন্যদের ওপর মিথ্যা অভিযোগ আনা। ভুয়ো খবর ছড়িয়ে কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
কংগ্রেসের অভিযোগের জবাব দিতে, বিভিন্ন মিডিয়া ব্যবহার করে আরও বেশি সংখ্যর মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য দলের কর্মীদের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দলের কর্মীদের সামনে প্রধানমন্ত্রী বলেন, নোটবাতিলের পর প্রোপার্টি মার্কেটে কালো টাকার অস্তিত্ব নেই। প্রোপার্টির মূল্যও কমেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে হোম লোনের প্রসঙ্গও টেনেছেন তিনি। ইউপিএ আমলে হোমলোন ১০ % এর ওপরে থাকলেও, বর্তমানে তা অনেকটাই কম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গত চারবছরে মধ্যবিত্তের সুবিধার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশে মাওবাদী সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ইউপিএ সময়ের থেকে মাওবাদী সমস্যা গত চারবছরে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।