For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে উচ্চবর্ণরা, মধ্যপ্রদেশে কংগ্রেস মায়াবতীর হাত ছেড়েছে কৌশলেই

কংগ্রেস আসলে মায়াবতীর সঙ্গে জেনেবুঝেই দূরত্ব বাড়িয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের ভোটে দলিত, পিছিয়ে পড়া শ্রেণির প্রতিনিধিত্ব করা মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ হচ্ছে না। কংগ্রেস বিশেষ জায়গা না ছাড়ায় ক্ষুব্ধ মায়াবতী একলা চলার সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসও আলাদা করে এই সিদ্ধান্তের বিরুদ্ধা উষ্মা প্রকাশ করেনি। কারণ পিছনে রয়েছে অন্য কৌশলী মারপ্যাঁচ।

নজরে উচ্চবর্ণরা, মধ্যপ্রদেশে কংগ্রেসের নয়া চাল

কংগ্রেস আসলে মায়াবতীর সঙ্গে জেনেবুঝেই দূরত্ব বাড়িয়েছে। কারণ মধ্যপ্রদেশে কংগ্রেসের নজরে এখন রয়েছে উত্তবর্ণের ভোটাররা। তাদের ভোটকেই পাখির চোখ করেছে কংগ্রেস। এই উত্তবর্ণের ভোটাররাই মূলত শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে তৈরি।

সূত্রের খবর, কংগ্রেস নেতারা উচ্চবর্ণের নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন, যোগাযোগ রাখছেন। ফলে মধ্যপ্রদেশে কংগ্রেসের মূল বাজি উচ্চবর্ণের ভোটাররাই। কংগ্রেসের হয়ে কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং ও সুরেশ পাচৌরিরা এই যোগাযোগ রাখছেন।

উচ্চবর্ণের অংশেরও কংগ্রেসের প্রতি সহমর্মিতা তৈরি হয়েছে কারণ অন্য দলগুলি তাদের কাছে আসেনি। উচ্চবর্ণের সিংহভাগ ভোট কংগ্রেস পেয়ে গেলে বিজেপি প্যাঁচে পড়বে। মধ্যপ্রদেশে এবার দুই দলের ব্যবধান বেশ কমে এসেছে। উচ্চবর্ণকে নিজেদের দলে নিতে পারলে মধ্যপ্রদেশে ১৫ বছরের বিজেপি শাসনের অবসান হতে পারে।

English summary
Congress eyes on upper caste vote in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X