For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সমর্থনে সরকার গড়বে জেডিএস, নতুন মুখ্যমন্ত্রী 'কিংমেকার' কুমারস্বামী

মাত্র ৪০টি আসন পেয়েই সরকার গঠন করতে চলেছে এইচডি কুমারস্বামীর জনতা দল সেকুলার।

  • |
Google Oneindia Bengali News

একেই বোধহয় বলে পিছিয়ে থেকেও নিয়ন্ত্রণ করা। আগের বারে যতগুলি আসন পেয়েছিল জেডিএস এবারও ঠিক ততগুলি আসনই ধরে রেখেছে তাঁরা। একটাও বাড়েনি, একটাও কমেনি। তবে মাঝখান থেকে মাত্র ৪০টি আসন পেয়েই সরকার গঠন করতে চলেছে এইচডি কুমারস্বামীর জনতা দল সেকুলার।

কংগ্রেসের সমর্থনে সরকার গড়বে জেডিএস

কংগ্রেস শেষ অবধি ৭২টি আসনে জযী হয়েছে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে একটু দূরে ১০৮টি আসনে এসে থেমেছে। এই অবস্থায় প্রথমে ফোন ও দেখা করে এবং এখন সাংবাদিক সম্মেলেন করে কংগ্রেসের তরফে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে দেওয়া হল।

বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিকদের জানিয়ে দিলেন, পুরো বিষয়টিই জেডিএসের উপরে তাঁরা ছেড়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী জেডিএস ঠিক করবে। তাঁরা যা বলবেন, সেটা কংগ্রেস মেনে নেবে।

অর্থাৎ কংগ্রেসের তরফে বেশি আসন পেয়েও মুখ্যমন্ত্রী যে এই দল থেকে ঠিক করা হচ্ছে না তা স্পষ্ট হয়ে গিয়েছে। এদিকে জেডিএস-ও কংগ্রেসের প্রস্তাবে রাজি বলে জানা গিয়েছে।

এই অবস্থাতেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩টি আসন। ২জন অন্য দলের প্রার্থী জিতেছে। একজন বহুজন সমাজ পার্টির প্রার্থী। ও অন্যটি কেপিজেপি দলের প্রার্থী। এখন কংগ্রেসের তরফে দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। কেউ একজন কংগ্রেস-জেডিএস জোটকে সমর্থন করলেই সরকার গঠনে আর কোনও বাধা থাকবে না।

English summary
Congress extended support to JDS to form govt in Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X