For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সনিয়াকে চিঠি লেখার পরেই পাল্টা ব্যবস্থা কংগ্রেসের, বহিষ্কৃত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

সনিয়াকে চিঠি লেখার পরেই পাল্টা ব্যবস্থা কংগ্রেসের, বহিষ্কৃত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস থেকে বহিষ্কার করা হল মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। এদিন তিনি প্রধানমম্ত্রীর সঙ্গে দেখা করার পরেই কংগ্রেস সভানেত্রীকে দলত্যাগের কথা জানিয়েছে চিঠি দেওয়ার কথা জানান সংবাদ মাধ্যমে। যদিও সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যোতিরাদিত্যকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

দল বিরোধী কাজের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার জ্যোতিরাদিত্যকে

দল বিরোধী কাজের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার জ্যোতিরাদিত্যকে

দল বিরোধী কাজের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। এদিন একথা জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল।

 দলত্যাগের কথা ঘোষণার পরেই ব্যবস্থা

দলত্যাগের কথা ঘোষণার পরেই ব্যবস্থা

এর আগে মঙ্গলবার সকালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অমিত শাহকে সঙ্গে করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারপরেই কংগ্রেস থেকে ইস্তফার কথা জানান। সঙ্গে সঙ্গে তাঁকে পাল্টা বহিষ্কারের কথা ঘোষণা করে কংগ্রেস।

আগে থেকেই ছিক ছিল জ্যোতিরাদিত্যের দলত্যাগের ইচ্ছা

আগে থেকেই ছিক ছিল জ্যোতিরাদিত্যের দলত্যাগের ইচ্ছা

তিনি যে আর কংগ্রেসে থাকতে ইচ্ছুক নন, তা কার্যকলাপেই বোঝা যাচ্ছিল। সোমবার রাতেই বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন জ্যোতিরাদিত্য। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। তবে জ্যোতিরাদিত্য যে ইস্তফাপত্র সনিয়াকে পাঠিয়েছেন, তার তারিখ রয়েছে ৯ মার্চ। অর্থাৎ চতিনি এরকম কংগ্রেস ছাড়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন।

বিকেলেই নতুন দলে যোগ

বিকেলেই নতুন দলে যোগ

সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার বিকেলেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।

মধ্যপ্রদেশে মহাপতন: কংগ্রেস থেকে জ্যোতিরাদিত্যর ইস্তফা! বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গেমধ্যপ্রদেশে মহাপতন: কংগ্রেস থেকে জ্যোতিরাদিত্যর ইস্তফা! বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে

English summary
Congress expells Jyotiraditya Scindia. Jyotiraditya today meets Narendra Modi. After he writes a letter to Sonia Gandhi. Moments after that Jyotiraditya Scindia is expelled from Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X